সংবাদ শিরোনাম:
মধুপুরে গরীবের হাসপাতালে র‍্যাবের চিকিৎসা সামগ্রী বিতরণ মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ কচু পাতার পানি না-বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় টাঙ্গাইলে জামায়াতের মিছিল টাঙ্গাইলে হত্যা মামলায় যুবক গ্রেপ্তার টাঙ্গাইলে লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ; স্থানীয়দের উদ্বেগ, গুরুত্ব নেই প্রশাসনের টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫

কালিহাতীতে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

  • আপডেট : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৫২২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দূর্গাপুর ও গোহালিয়াবাড়ী ইউনিয়নের ভৈরববাড়ী ও আলীপুর গ্রামে যমুনা নদীর ভাঙ্গনে গত দুই দিনে প্রায় ১৭ টি বসতবাড়ি ও ২৬ টি দোকান নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

এ সংবাদ পেয়ে জেলা প্রশাসকের তাৎক্ষণিক নির্দেশে শুক্রবার (৯ জুলাই) বিকেলে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা নদী ভাঙ্গন এলাকা পরির্দশন করেন এবং ক্ষতিগ্রস্থদের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত আর্থিক সহায়তা ও ২০০ পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী প্রদান করেন।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান, কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল ছালেকসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা জানান, গত (৮ ও ৯ জুলাই) উপজেলার গোহালিয়াবাড়ী ও দূর্গাপুর ইউনিয়নের ভৈরববাড়ী ও আলীপুর গ্রামে যমুনা নদীর ভাঙ্গনে প্রায় ১৭ টি বসতবাড়ি ও ২৬ টি দোকান নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার খবর পেয়ে বিষয়টি জেলা প্রশাসককে অবগত করলে তিনি ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা প্রদানের নির্দেশ দেন। সে মোতাবেক শুক্রবার (৯ জুলাই) বিকেলে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ১৭ টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা হিসেবে প্রত্যেক পরিবারকে ৫ হাজার টাকা এবং ২০০ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। নদী এলাকার খোঁজখবর জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রশাসন নিয়মিত রাখছে। জেলা প্রশাসকের নির্দেশে পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যেই ভাঙ্গন মোকাবলায় উদ্যোগ গ্রহণ করেছে। যমুনার চলমান ভাঙ্গনে প্রকৃত ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময়ই থাকবে।

এ সময় স্থানীয়দের করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়েও পরামর্শ প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme