সখীপুরে কৃষি জমির ড্রেনেজ ব্যবস্থা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন

সখীপুরে কৃষি জমির ড্রেনেজ ব্যবস্থা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে জাহাঙ্গীর আলম ও তার লোকজন কর্তৃক কৃষিজমিতে শত বছরের পুরনো ড্রেনেজ ব্যবস্থা বন্ধ করে ব্যক্তিগত সড়ক নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শুক্রবার বাদ জুম্মা উপজেলার কালিয়া ইউনিয়নের মাচিয়া গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ওই গ্রামের প্রায় তিন শতাধিক নারী পুরুষ অংশ নেয়।

মানববন্ধনে অভিলম্বে বন্ধ করে দেওয়া ড্রেনেজ ব্যবস্থা চালুর দাবি জানিয়ে স্থানীয় জামে মসজিদের সভাপতি জামাল সিকদারের সভাপতিত্বে ইউপি সদস্য কিসমত আলী, দাড়িপাকা বাজার বণিক সমিতির সাবেক সভাপতি মজিবুর রহমান, কৃষক শামসুল হক, মুক্তার আলী প্রমুখ বক্তব্য দেন। তারা বলেন, বন্ধ হওয়া ড্রেনেস ব্যবস্থা চালু না করা হলে ওই ড্রেনের আওতায় প্রায় ৬ একর তিন ফসলি জমির আবাদ প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যাবে।

প্রসঙ্গত: উপজেলার মাচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে বেলতলী বাজার সড়ক হয়ে খলিল মাস্টারের বাড়ি পর্যন্ত রাস্তাটি সংস্কারের নামে ওই গ্রামের জাহাঙ্গীর আলম গত এক সপ্তাহ আগে ব্যক্তি স্বার্থে শত বছরের পুরনো প্রায় ৬ একর জমিতে সেচ দেওয়ার ড্রেনেস ব্যবস্থা মাটি দিয়ে ভরাট করে বন্ধ করে দেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840