সংবাদ শিরোনাম:

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে দেলদুয়ারে ঈদ পালন

  • আপডেট : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৫৫৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে মঙ্গলবার (২০ জুলাই) সকালে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার শশীনাড়া গ্রামে ৪০ টি পরিবার উদযাপন করছে পবিত্র ঈদুল আজহা ও কোরবানি।

২০১২ সাল থেকে এ গ্রামের মানুষ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে ঈদ পালন করে আসছে।

মঙ্গলবার (২০ জুলাই) সকাল ৮টায় স্থানীয় মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে দুই শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন।

তবে সরকারি নির্দেশনা মেনে ঈদের নামাজ মসজিদে আদায় করলেও কোনো ধরনের স্বাস্থ্য বিধি মানতে দেখা যায়নি মুসল্লিদের। স্থানীয়রা ছাড়াও বিভিন্ন জেলা থেকে আসা মুসল্লিরা নামাজে অংশগ্রহণ করেন।

নামাজ শেষে কোরবানি করা হয় পশু।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme