সংবাদ শিরোনাম:
ভূঞাপুরে প্রতীক পেয়েই প্রার্থীদের প্রচারণা নাগরপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা কে কুপিয়ে হত্যা, আটক ৬ ভলেন্টিয়ার ফর বাংলাদেশ টাঙ্গাইল জেলার উদ্যােগে শ্রমজীবী মানুষের মাঝে ছাতা ও শরবত বিতরণ টাঙ্গাইলে সিলেকশনের মাধ্যমে কোন শ্রমিক সংগঠন করতে দেয়া হবে না: এমপি ছানোয়ার হোসেন জোয়াহেরের আইনজীবি সনদ ও মুক্তিযোদ্ধা হওয়া নিয়ে এবার প্রশ্ন তুলেছেন ছোট মনির এমপি টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক লীগের পানি-স্যালাইন-শরবত বিতরণ টাঙ্গাইলে চরম উত্তেজনার মধ্য দিয়ে আওয়ামী লীগের দু’পক্ষের মহান মে দিবস পৃথকভাবে পালিত টাঙ্গাইলে মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধের মৃত্যু কালিহাতীতে প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা লালমাটি যাচ্ছে ইটভাটায়, টাঙ্গাইলের পাহাড়ি টিলা হচ্ছে সমতল ভূমি!
টাঙ্গাইলে করোনার ভ্যাকসিন ছাড়াই সুই পুশ: সত্যতা পেয়েছে তদন্ত দল

টাঙ্গাইলে করোনার ভ্যাকসিন ছাড়াই সুই পুশ: সত্যতা পেয়েছে তদন্ত দল

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের দেলদুয়ারে হাসপাতালের সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আফরিন করোনার ভ্যাকসিন ছাড়াই সুই পুশ করতেন। এ ঘটনার সত্যতা পেয়েছে তদন্ত কমিটি।

টাঙ্গাইলের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শামীম হুসাইন চৌধুরীসহ তিন সদস্যের তদন্ত কমিটি তদন্ত শেষে সোমবার (২ আগস্ট) দুপুরে সিভিল সার্জনের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।

টাঙ্গাইলের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শামীম হুসাইন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ নম্বর বুথে টিকা দিচ্ছিলেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আফরিন। সেসময় তিনি টিকা গ্রহণকারিদের শরীরে ভ্যাকসিন প্রবেশ না করিয়ে শুধু সুই পুশ করে সিরিঞ্জ ফেলে দিচ্ছিলেন।

বিষয়টি এক ব‌্যক্তির নজরে এলে তিনি আবাসিক চিকিৎসক ডা. শামিমকে জানান। সেসময় পরিত্যাক্ত সিরিঞ্জগুলো উদ্ধার করে অন্তত ২০টি সিরিঞ্জের ভেতর সম্পূর্ণ ভ্যাকসিনের উপস্থিতি দেখা যায়। ড. শামিম নিশ্চিত হন, সুই পুশ করা হলেও ভ্যাকসিন শরীরে প্রবেশ করানো হয়নি।

অভিযোগ প্রসঙ্গে সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আফরিন বলেন, ‘অনেক লোকের চাপ ছিল। অনিচ্ছাকৃতভাবে ঘটনাটি ঘটে গেছে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শামিম বলেন, ‘বিষয়টি অনাকাঙ্খিত। আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

টাঙ্গাইলের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শামীম হুসাইন চৌধুরী বলেন, ‘তদন্তের জন্য ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্তে সত্যতাও পেয়েছি। তদন্ত প্রতিবেদন সিভিল সার্জনের কাছে জমা দেওয়া হয়েছে।’

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বলেন, ‘তদন্ত প্রতিবেদনটি ঢাকায় পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব‌্যবস্থা গ্রহণ করা হবে।’

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840