সংবাদ শিরোনাম:
মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ কচু পাতার পানি না-বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় টাঙ্গাইলে জামায়াতের মিছিল টাঙ্গাইলে হত্যা মামলায় যুবক গ্রেপ্তার টাঙ্গাইলে লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ; স্থানীয়দের উদ্বেগ, গুরুত্ব নেই প্রশাসনের টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর

সখীপুরে মুক্তিযোদ্ধা ও তার পরিবারের উপর হামলা

  • আপডেট : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৮০৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে ৭১-এর কাদেরিয়া বাহিনীর ১৫ নম্বর সেক্টর কমান্ডার, নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমানসহ তার পরিবারের চার সদস্যেরে উপর অতর্কিত হামলা চালিয়েছে প্রতিবেশীরা।

শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলার সাড়াশিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

এতে বীর মুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমান (৭৮) তার বড় ছেলে মো. মনিরুজ্জামান (৫০), ছোট ছেলে শাহীন আহমেদ (৪৬) ও তার স্ত্রী রওশনারা আক্তার আহত হয়।

এ ঘটনায় হামলাকারী মো. জয়নাল আবেদীন, তার ছেলে জাহিদ হাসান, শহিদুল ইসলামসহ সাত জনের নাম উল্লেখ করে সখীপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।

ভুক্তভোগী পরিবার জানায়, শুক্রবার জুমার নামাজ শেষে স্থানীয় মাতাব্বরদের উপস্থিতে জমি জমা নিয়ে পূর্বের অমীমাংসিত একটি একটি শালিসি বৈঠক বসে। এ সময় কথা কাটির এক পর্যায়ে জয়নাল মাস্টার সহ ৮/১০ জন লোক লাঠি-সোঠা নিয়ে মুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমান ও তাঁর পরিবারের উপর হামলা চালায়। এ সময় . খলিলুর রহমান (৭৮) তার বড় ছেলে মো. মনিরুজ্জামান (৫০), ছোট ছেলে শাহীন আহমেদ (৪৬) ও তার স্ত্রী রওশনারা আক্তার আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ব্যাপারে সখীপুর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডারের সাধারণ সম্পাদক কামরুল হাসান আজাদ বলেন, ঘটনাটি খুবই দুঃখ জনক। এ ঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাই।

সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.কে সাইদুল হক ভূঁইয়া বলেন, মুক্তিযোদ্ধার উপর হামলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme