সংবাদ শিরোনাম:
গনতান্ত্রিক প্রক্রিয়া চলমান থাকতে হবে: সুলতান সালাউদ্দিন টুকু মধুপুর শালবনে দেখা মিলল বিরল প্রজাতির কেলিকদম গাছ দেশের মানুষ সরকার নির্বাচিত করতে অধীর আগ্রহে আছে- আবুল কালাম বাড়িতে কাফনে মোড়ানো মায়ের লাশ, অশ্রু চেপে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে দুই মেয়ে কালিহাতীতে নকল সরবরাহের দায়ে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বহিষ্কার  ভুতুড়ে বিলের কবলে গোপালপুরের পল্লী বিদ্যুতের গ্রাহকরা মির্জাপুরে ৫ লাখ টাকার চোরাই গাজারী কাঠসহ ৬ জন গ্রেপ্তার মাভাবিপ্রবিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত সখীপুরে এক বেকারিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা যারা মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরায় তাদের পরিণতিও একই হবে- কাদের সিদ্দিকী

টাঙ্গাইলে করোনায় আক্রান্ত ও উপসর্গে ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯০

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৬৮৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় বৃহস্পতিবার (১৯ আগস্ট) টাঙ্গাইলে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৩ জন ও উপসর্গ নিয়ে ১ জন মারা গেছে। এদিকে নতুন করে জেলায় ৯০ জন করোনায় আক্রান্ত হয়েছে। ৪৭৭ টি নমুনা পরীক্ষার রির্পোটে ৯০ জনের করোনা সনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ১৮ দশমিক ৮৬ ভাগ।

এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৯২৯ জন। আক্রান্তদের মধ্যে মোট সুস্থ্য হয়েছে ১০হাজার ৯০ জন। সর্বমোট মারা গেছে ২৪৭ জন। জেলার হাসপাতাল গুলোতে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ৬১ জন। এদের মধ্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ৩৭ জন, মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ৯, নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ এবং গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ নিয়ে মোট ৬১ জন। জেলায় বর্তমানে বাড়িতে ও আইসোলেশন থেকে চিকিৎসাধীন রয়েছে ৫ হাজার ৫৩১ জন।

নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদরে ৩৭ জন, নাগরপুর ৯, দেলদুয়ারে ২, মির্জাপুর ২, বাসাইল ৪, কালিহাতী ৫, ঘাটাইল ৩, মধুপুর ১১, ভূঞাপুর ১, গোপালপুরে ১২ ও ধনবাড়ীতে ৪ জন নিয়ে মোট ৯০ জন।

জেলায় সর্বমোট করোনায় আক্রান্ত ১৫ হাজার ৯২৯ জন। এদের মধ্যে সদর উপজেলায় ৬৫৮২জন, নাগরপুরে ৪৫৮জন, দেলদুয়ারে ৮০৬ জন, সখীপুরে ৮৩৬ জন, মির্জাপুরে ১৫৭২ জন, বাসাইলে ৪৫১ জন, কালিহাতী ১২৩৫ জন, ঘাটাইলে ১১৮৩ জন, মধুপুরে ১ হাজার ১৩জন, ভূঞাপুরে ৫৯২ জন, গোপালপুরে ৭৩৭ জন ও ধনবাড়ী উপজেলায় ৪৬৪ জন।

আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়েছেন ১০ হাজার ৯০ জন। এদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৩ হাজার ১২২, নাগরপুরে ৩৫১, দেলদুয়ারে ৫১১, সখীপুরে ৫২৬, মির্জাপুরে ১ হাজার ৩৬৬, বাসাইলে ২৯৩, কালিহাতীতে ৯৭৪, ঘাটাইলে ৯৯৮, মধুপুরে ৮০১, ভূঞাপুরে ৩৩৬, গোপালপুরে ৫৬৬ ও ধনবাড়ীতে ২৫৫ জন।

করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছে ২৪৭ জন। এদের মধ্যে সদর উপজেলায় ৮৬ জন, নাগরপুরে ৪ জন, দেলদুয়ারে ১৯ জন, সখীপুরে ১৫, মির্জাপুরে ২২, বাসাইলে ১৬, কালিহাতীতে ৩০, ঘাটাইলে ২০, মধুপুরে ৫, ভূঞাপুরে ১৩, গোপালপুরে ১৩ ও ধনবাড়ীতে ৪ জন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোঃ শাহাবুদ্দিন এ তথ্য জানিয়েছেন। তিনি সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme