সংবাদ শিরোনাম:
মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ কচু পাতার পানি না-বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় টাঙ্গাইলে জামায়াতের মিছিল টাঙ্গাইলে হত্যা মামলায় যুবক গ্রেপ্তার টাঙ্গাইলে লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ; স্থানীয়দের উদ্বেগ, গুরুত্ব নেই প্রশাসনের টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর

ধনবাড়ীতে নির্মাণের ৩ বছরের মধ্যেই ভেঙে পড়লো ব্রিজ

  • আপডেট : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ৬৮৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ধনবাড়ীতে বৈরান নদীর উপর ব্রিজ নির্মাণের ৩ বছরের মধ্যেই ভেঙে গেছে। এতে ২০ গ্রামের মানুষ পড়েছেন চরম দুর্ভোগে।

স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ও নির্মাণ শেষে ব্রিজের নিচ থেকে অবৈধ ড্রেজিংয়ের ফলে এ ঘটনা ঘটেছে। দ্রুত সময়ের মধ্যে পুনরায় ব্রিজটি নির্মাণের দাবি জানিয়েছে এলাকাবাসী।

ধনবাড়ী এলজিইডি সূত্র জানায়, উপজেলার পাইস্কা ইউনিয়নের বৈরান নদীর উপর ২০১৩-১৪ অর্থবছরে এডিবির অর্থায়নে ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয়। ২০১৮ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। উপজেলা এলজিইডির দাবি অবৈধ ড্রেজিংয়ের কারণেই অল্প দিনেই ব্রিজটি ভেঙে পড়েছে।

স্থানীয়রা জানায়, গত সপ্তাহে ব্রিজের পিলারের নিচ থেকে মাটি সরে দেবে যায়। গত শুক্রবার (২৭ আগস্ট) সকালে ব্রিজটি নদীতে ভেঙে পড়ে। এতে যাতায়াত বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে নানা ধরনের কার্যক্রম। এলাকার কৃষকরা উৎপাদিত কৃষিপণ্য নিয়ে বিক্রির জন্য উপজেলা সদরে আসতে পাঁচগুণ ভাড়া দিচ্ছেন।

কৃষক রফিকুল ইসলাম, ফজলু হক ও তুলা মিয়া জানান, প্রভাবশালী এক ঠিকাদার ব্রিজটি নির্মাণ করে। প্রথম দিকে অনিয়মের কারণে এলকাবাসী বাঁধা দিয়েছিল। যদিও প্রভাবশালীদের ভয়ে কেউ আর পড়ে মুখ খোলেনি। নির্মাণ কাজ শেষ হওয়ার পর এলাকাবাসীর গণস্বাক্ষরও নেয় তারা। নিমার্ণের পরপরই ব্রিজের রেলিং এবং পাটাতন ভাঙতে শুরু করে। এ ছাড়াও নদী খননের নামে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন তো আছেই। ফলে এ বছর নদীতে বন্যার পানি আসার সঙ্গে সঙ্গে ব্রিজটি দেবে যায়।

পাইস্কা ইউনিয়ন পরিষদের সংরক্ষতি আসনের মহিলা সদস্য ফজিলা বেগম জানান, সেতুটি ভেঙে যাওয়ার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেতু নির্মাণের জন্য এ ব্যাপারে তারা আশ্বাস দিয়েছেন।

ধনবাড়ী উপজেলা প্রকৌশলী জয়নাল আবেদীন জানান, অপরিকল্পিতভাবে নদী থেকে বালু তোলায় পিলার আলগা হয়ে সেতু দেবে ভেঙে গেছে। এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হচ্ছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme