প্রতিদিন প্রতিবেদক : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম পঞ্চম পর্যায়” শীর্ষক প্রকল্পের আওতায় টাঙ্গাইলে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের যৌথ আয়োজনে মহিলা সমাবেশে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকার।
জেলা প্রশাসক ড. আতাউল গনির সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম।
সমাবেশে জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা সত্যেন্দ্র পালসহ বিভিন্ন পর্যায়ের নারী-পুরুষ উপস্থিত ছিলেন।