সংবাদ শিরোনাম:
ঈদ উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নিরাপত্তা ও যানজট নিরসনে সমন্বয় সভা বাসাইলে হেলমেট ও লাইসেন্স না থাকায় ৩ হাজার টাকা জরিমানা নাগরপুরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ,আহত ৪ বাসাইলে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত বাসাইলে প্রবাসবন্ধু ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত মধুপুরে গরীবের হাসপাতালে র‍্যাবের চিকিৎসা সামগ্রী বিতরণ মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ কচু পাতার পানি না-বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় টাঙ্গাইলে জামায়াতের মিছিল টাঙ্গাইলে হত্যা মামলায় যুবক গ্রেপ্তার টাঙ্গাইলে লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ; স্থানীয়দের উদ্বেগ, গুরুত্ব নেই প্রশাসনের

টাঙ্গাইলে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

  • আপডেট : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ২৫১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে।

অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় উৎপাদনশীলতা এই প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে ২ অক্টোবর শনিবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়াম খাতুন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ শামীম হোসেন চৌধুরী, বিসিক টাঙ্গাইলের সহকারী মহাব্যবস্থাপক শাহানাজ বেগম, প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান আল ফারুক, কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শণ অধিদপ্তর টাঙ্গাইলের উপ-মহাপরিদর্শক মোহর আলী মোল্লা, পরিদর্শক (সাধারন) মোঃ আমিনুল ইসলাম, সম্প্রসারন কর্মকর্তা তৌহিদুল হক, জামিল হোসেন, মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি’ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ রাশেদ খান মেনন (রাসেল), বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি মোঃ আবুল মনসুর, সাধারণ সম্পাদক সৈয়দ ইকবাল হোসেন, সহকারি হিসাব রক্ষণ কর্মকর্তা নজরুল ইসলাম’সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিগণ।

দিবসের তাৎপর্য নিয়ে বক্তারা বলেন, উৎপাদনশীলতার লক্ষ্য (ভিশন) সম্পদের দক্ষ ও কার্যকরী ব্যবহার নিশ্চিতকরণ করে উন্নত জীবন গড়া। উৎপাদনশীলতা হল কম খরচে মান সম্পন্ন উৎপাদিত পণ্য বা সেবা। সুষ্ঠভাবে সঠিক কাজটি সম্পাদন করাই উৎপাদনশীলতা। মূলত সম্পদের দক্ষ ও কার্যকরী ব্যবহার নিশ্চিত করাকে উৎপাদনশীলতা বলে। উৎপাদন শুধুমাত্র পণ্যের পরিমানকে নির্দেশ করে, কিন্তু উৎপাদনশীলতা পণ্যের পরিমান ও গুণগত মান দুইটাকেই নির্দেশ করে। উৎপাদনশীলতা বৃদ্ধির ফলে এর সুফল হিসেবে আমরা নানাভাবে লাভবান হতে পারি। প্রতি ইউনিটে উৎপাদন খরচ কমাতে পারলে উৎপাদিত পণ্যের দাম কম হবে, মুদ্রাস্ফিতি কম হবে, উপার্জন বেশি হবে, অধিকতর প্রতিযোগীতার সুযোগ পাবে, নতুন বাজার সৃষ্টি হবে ও অধিক কর্মসংস্থানের সুযোগ হবে। ফলে মাথাপিছু আয় বৃদ্ধি পাবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme