সংবাদ শিরোনাম:
গনতান্ত্রিক প্রক্রিয়া চলমান থাকতে হবে: সুলতান সালাউদ্দিন টুকু মধুপুর শালবনে দেখা মিলল বিরল প্রজাতির কেলিকদম গাছ দেশের মানুষ সরকার নির্বাচিত করতে অধীর আগ্রহে আছে- আবুল কালাম বাড়িতে কাফনে মোড়ানো মায়ের লাশ, অশ্রু চেপে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে দুই মেয়ে কালিহাতীতে নকল সরবরাহের দায়ে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বহিষ্কার  ভুতুড়ে বিলের কবলে গোপালপুরের পল্লী বিদ্যুতের গ্রাহকরা মির্জাপুরে ৫ লাখ টাকার চোরাই গাজারী কাঠসহ ৬ জন গ্রেপ্তার মাভাবিপ্রবিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত সখীপুরে এক বেকারিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা যারা মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরায় তাদের পরিণতিও একই হবে- কাদের সিদ্দিকী

ঘাটাইল পৌর নির্বাচনে মেয়র প্রার্থী রফিকুলের মোটর সাইকেল শোডাউন

  • আপডেট : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৪৬৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ঘাটাইল : আসন্ন ঘাটাইল পৌর নির্বাচনকে সামনে রেখে বুধবার (৫ অক্টোবর) বিকেলে পৌর শহরে এক বিশাল শোডাউন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী, ঘাটাইল উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম রফিক।

দুপুরের পর থেকে পৌর সভার বিভিন্ন ওয়ার্ড থেকে রফিকের কর্মী-সমর্থকেরা বিভিন্ন শ্লোগানে মুখরিত করে খন্ড খন্ড মিছিল নিয়ে ঘাটাইল সরকারী জিবিজি কলেজ মাঠে মিলিত হয়। পরে বিকেল ৩টায় প্রায় ১ হাজার মোটরসাইকেল ও ৫ শতাধিক অটোরিক্সা নিয়ে নেতা-কর্মীরা বিশাল শোডাউনের আয়োজন করেন। এতে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়ক ঘন্টাব্যাপী যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়ক নিয়ন্ত্রন করতে থানা পুলিশকে হিমশিম খেতে হয়। শোডাউনটি কলেজ মাঠ থেকে শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড় চত্ত্বরে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। পৌর আওয়ামী লীগের সভাপতি মো: খলিলুর রহমান তালুকদারের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ও পৌর মেয়র পদপ্রার্থী মো: রফিকুল ইসলাম রফিক।

এসময় উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

এসময় মেয়র পদে নৌকা প্রতিকে মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন-আমি যদি আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দলীয় নমিনেশন পাই তাহলে আপনাদেরকে সাথে নিয়ে ঘাটাইল পৌরসভাকে একটি আধুনিক ও যুগোপযোগী পৌরসভায় রুপান্তরিত করবো ইনশাআল্লাহ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme