টাঙ্গাইল জেলা তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

টাঙ্গাইল জেলা তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

প্রতিদিন প্রতিবেদক : বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (APA) কর্মসূচীর আওতায় টাঙ্গাইল জেলা তথ্য অফিসের উদ্যোগে দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের কামান্না পাড়া পাটিহাটি প্রাঙ্গণে মহিলা সমাবেশের আয়োজন করা হয়।

মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মেহেরুননেছা মনি।

বিশেষ অতিথি ছিলেন লাউহাটি আরফান খান মেমোরিয়াল ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ শ্রী নারায়ণ চন্দ্র দে (দুলাল)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক তাহলিমা জান্নাত।

অনুষ্ঠানে বক্তারা প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং, মুজিববর্ষ ও সরকারের উন্নয়ন কার্যক্রমের ওপর অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, ভিশন ২০৪১ এর লক্ষ্য ও অর্জনসমুহ, মাদক পাচার, মাদক, সন্ত্রাস, গুজব, জঙ্গিবাদ ও নাশকতা, ইভটিজিং, বাল্যবিবাহ বিষয়ের উপর আলোকপাত করেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840