বাসাইলে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বাসাইলে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে রবি ২০২১-২২ মৌসুমে গম, ভুট্রা, সরিষা, সূর্যমুখী, শীতকালীন পেয়াজ, মুসুরী ও খেসারী ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সোমবার উপজেলা হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নাহিয়ান নুরেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন, বাসাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামছুল আলম মাস্টার, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি একে আজাদ খানশুর, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সসম্পাদক আল মামুন খান নবু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সুজন খানশুর, কাশিল ইউপি চেয়ারম্যান মির্জা রাজিক, কাঞ্চনপুর ইউপি চেয়ারম্যান মামুন অর রশিদ, হাবলা ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম, সদর ইউপির চেয়ারম্যান প্রার্থী সোহানুর রহমান সোহেল, রফিকুল ইসলাম সংগ্রাম প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা নাজনীন আক্তার জানান, কৃষি প্রণোদনার আওতায় উপজেলার ৩৭৪০ জন কৃষককে বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার দেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840