দেলদুয়ারে প্রতিদ্বন্দী প্রার্থীদের সাথে আচরণবিধি প্রতিপালন বিষয়ক প্রশাসনের মতবিনিময়

দেলদুয়ারে প্রতিদ্বন্দী প্রার্থীদের সাথে আচরণবিধি প্রতিপালন বিষয়ক প্রশাসনের মতবিনিময়

প্রতিদিন প্রতিবেদক, দেলদুয়ার : টাঙ্গাইলের দেলদুয়ারে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দী প্রার্থীদের সাথে আচরণবিধি প্রতিপালন বিষয়ক প্রশাসনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভার প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি।

বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল র‌্যাব-১২ কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ্ আল মামুন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার এ.এইচ.এম কামরুল হাসান।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন, উপজেলা নির্বাচন অফিসার মো. আব্দুল বাতেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. ফজলুল হক, সাধারণ সম্পাদক এম. শিবলী সাদিক, প্রতিদ্বন্দি চেয়ারম্যান প্রার্থী দেওয়ান তাহমিনা হক, মো. শওকত আলী, হানিফুজ্জামান লিটন, মানিক রতন, মো. ফরহাদ হোসেন প্রমূখ। মতবিনিময় সভায় প্রতিদ্বন্দী প্রার্থীরা একটি সুষ্ঠু নিরপেক্ষ ও উৎবমোখর নির্বাচন অনুষ্ঠানের আহব্বান জানান।

জেলা প্রশাসক, পুলিশ সুপার, র‌্যাব কোম্পানী কমান্ডার একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এমন প্রতিশ্রæতি দিয়ে বক্তব্য দেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840