সংবাদ শিরোনাম:
গনতান্ত্রিক প্রক্রিয়া চলমান থাকতে হবে: সুলতান সালাউদ্দিন টুকু মধুপুর শালবনে দেখা মিলল বিরল প্রজাতির কেলিকদম গাছ দেশের মানুষ সরকার নির্বাচিত করতে অধীর আগ্রহে আছে- আবুল কালাম বাড়িতে কাফনে মোড়ানো মায়ের লাশ, অশ্রু চেপে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে দুই মেয়ে কালিহাতীতে নকল সরবরাহের দায়ে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বহিষ্কার  ভুতুড়ে বিলের কবলে গোপালপুরের পল্লী বিদ্যুতের গ্রাহকরা মির্জাপুরে ৫ লাখ টাকার চোরাই গাজারী কাঠসহ ৬ জন গ্রেপ্তার মাভাবিপ্রবিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত সখীপুরে এক বেকারিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা যারা মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরায় তাদের পরিণতিও একই হবে- কাদের সিদ্দিকী

ধনবাড়ীতে হাসপাতালের নামে পাহাড় কেটে জলাশয় ভরাটের অভিযোগ

  • আপডেট : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ৪৬৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামে হাসপাতাল নির্মাণের নামে পাহাড়ি লাল মাটি কেটে জলাশয় ভরাট করার অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। এসব মাটি কেটে আনা হচ্ছে পার্শ্ববতী মধুপুর উপজেলার কুড়াগাছা ইউনিয়নের ধরাটি টান পাহাড় থেকে। এতে পাহাড়ে ২০-২৫ ফুট উঁচু গভীর খাদের সৃষ্টি হয়েছে। এ খাদের পাশে উপরে বসবাস করছে অনেক পরিবার। এলাকার ক্ষমতাসীন দলের প্রভাবশালী ব্যক্তিরা এ কাজ করছেন বলে ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না।

এলাকাবাসীরা জানায়, পার্শ্ববর্তী ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল গণি ও প্রভাবশালী আক্তার হোসেনের নেতৃত্বে ধরাটি টান পাহাড়, ধাইরা, ধাইরা কানকাটা মোড় থেকে ভেকু দিয়ে অবৈধভাবে লাল মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রি করছে। প্রতিদিন পাহাড় কাটার এ লাল মাটি ট্র্যাক্টরে করে পার্শ্ববর্তী ধনবাড়ী উপজেলার বাড়ইপাড়া গ্রামে নিয়ে জলাশয় ভরাট করছে এবং বিভিন্ন জায়গায় মাটি বিক্রি করে পাচার করার অভিযোগ উঠেছে। এতে করে স্থানীয় রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষতিসাধান হচ্ছে। পাহাড়ি সড়কগুলোতে বড়-বড় গর্তের সৃষ্টি হয়েছে। যার কারণে কৃষিপণ্য পরিবহণ ও স্থানীয়দের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘ দিন যাবত পাহাড় কাটার এ কাজটি ঘটলেও প্রভাবশালী ব্যাক্তিরা এ কাজে জড়িত থাকায় ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না এবং প্রতিবাদও করতে পারছে না।

স্থানীয় এলাকাবাসী শরাফত আলী, সুরুজ নিয়া, মইফুল বেগম, জাহিদুল ইসলামসহ অনেকেই জানান, এভাবে পাহাড় কাইটা লাল মাটি টাক্টরে করে রাস্তা দিয়ে প্রতিদিন নিয়া যায়। এতে করে রাস্তার খুব খারাপ অবস্থা। আমরা হাঁটা-চলা করতে পারি না। খেতের ফসল বাজারে নিতে পারছি না। এসব দেখারও যেন কেউ নাই। ধনবাড়ীর যদুনাথপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান জানান, বিষয়টি আমি জানি। ইউনিয়ন হাসপাতাল (উপ-স্বাস্থ্য কেন্দ্র) নির্মাণের জন্য ওই জলাশয় ভরাট করা হচ্ছে। কোথাও মাটি না পেয়ে ধরাটি পাহাড় থেকে মাটি আনা হচ্ছে।

এ ব্যাপারে অভিযুক্ত যদুনাথপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল গণি জানান, সরকারি হাসপাতাল করার জন্য মধুপুরের কুড়াগাছা ইউপি চেয়ারম্যানের অনুমতি নিয়ে ধরাটি টান পাহাড় থেকে মাটি এনে জলাশয় ভরাট করা হচ্ছে। তবে অন্যত্র মাটি পাচারের অভিযোগ তারা অস্বীকার করেন।

কুড়াগাছা ইউপি চেয়ারম্যান ফজলুল হক জানান, আমি জানি যে ধনবাড়ীর যদুনাথপুরে একটি হাসপপাতাল নিমার্ণের লক্ষ্যে আমার এলাকার ধরাটি থেকে পাহাড় কেটে কিছু মাটি নিচ্ছে।

সহকারী বন-সংরক্ষক (এসিএফ) জামাল হোসেন তালুকদার জানান, পাহাড় কাটা সম্পূর্ন অবৈধ কাজ। খোঁজ নিয়ে এ ব্যাপারে দায়িদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শাহনাজ সুলতানা বলেন, যদুনাথপুরে কোন সরকারি কিংবা বেসরকারি কোন হাসপাতাল নির্মাণের বিষয় আমার জানা নেই।

এ ব্যাপারে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীমা ইয়াসমিন জানান, আমি এ বিষয়ে আগে থেকে কিছু জানি না। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme