টাঙ্গাইলে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে চালক নিহত

টাঙ্গাইলে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে চালক নিহত

প্রতিদিন প্রতিবেদক : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে নগর জলফৈ বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছেন।

শনিবার (৪ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল সদর উপজেলার নগর জলফৈ বাইপাসে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাভার্ডভ্যান চালক আরাফাত শেখ রংপুরের বদরগঞ্জ থানার পালিপাড়া গ্রামের মো. আকবর আলী সেতুর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত।

তিনি জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ন্যাশনাল ট্রাভেলস এর একটি বাস (ঢাকা মেট্রো ব- ১৪-৭৫১৯) ঢাকা দিকে যাচ্ছিলো। বিপরীত দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ওয়ালটনের ছোট কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো অ-১১-১৬৪৫) ঘটনাস্থলে পৌছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশ দুমরে মুচরে যায়। কাভার্ড ভ্যানটি রাস্তায় উল্টে যায়। এ সময় চালকের ডান হাত কেটে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়াসহ ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় গুরুতর আহতাবস্থায় বাস চালক চালক জাহাঙ্গীর হোসেনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840