সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় টাঙ্গাইলের ১৫বছর বয়সী তরুণ সামির তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ ধনবাড়ীতে কিশোরীকে চেয়ারে বেধে বাবা, সৎ মা ও ভাই মিলে নির্যাতনের অভিযোগ  কালিহাতীতে যুবকে কুপিয়ে হত্যা, পুকুর থেকে মরদেহ উদ্ধার।  মধুপুরে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া শিক্ষার্থীর সহপাঠীদের নামে হত্যা মামলা,এলাকায় তোলপাড় সখীপুরে ৬০ টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ৬০ লাখ টাকা অনুদানের চেক বিতরণ  বিএনপি,র সাবেক নেতার বিরুদ্ধে আপত্তিকর বক্তেব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন মধুপুরে বিএনপির নেতার কারখানায় ডাকাতি। জেলা বিএনপি ঘটনাস্থল পরিদর্শন  বাসাইলে ঠিকানার উদ্যোগে অসহায় ও দুস্থ নারীদের মাঝে ছাগল বিতরণ

টাঙ্গাইলে বিএনপি’র মহাসমাবেশকে সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময়

  • আপডেট : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ২৯০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে টাঙ্গাইলে আগামীকাল বুধবার বিএনপি’র মহাসমাবেশকে সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনয়াতনে জেলা বিএনপি’র আহবায়ক কমিটির উদ্যোগে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপি’র ভাইস-চেয়ারম্যান ও জেলা বিএনপি’র আহবায়ক এডভোকেট আহমেদ আযম খান। সভা সঞ্চালনা করেন আহবায়ক কমিটির সদস্য সচিব মাহমুদুল হক সানু।

মতবিনিময় কেন্দ্রীয় বিএনপি’র ভাইস-চেয়ারম্যান আহমেদ আযম খান সাংবাদিকদের বলেন, দীর্ঘ ২০ বছর পর টাঙ্গাইলে বিএনপি’র উদ্যোগে বড় ধরনের কোন মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। মহাসমাবেশের মৌখিক অনুমতি পেলেও এখনো লিখিতভাবে অনুমনি পায়নি। আশা করি স্বল্প সময়ের মধ্যেই অনুমতি পেয়ে যাবো। সরকার বিএনপি’র নেতা-কর্মীদের উপর জুলুম নির্যাতন চালাচ্ছে। বেগম খালেদা জিয়া গুরুত্বর অসুস্থ হওয়া সত্বেও সরকার এখনো তাকে বিদেশে চিকিৎসার অনুমতি দিচ্ছে না। আগামীকাল বুধবার দুপুরে টাঙ্গাইল পৌরউদ্যোনে বেগম খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে লাখো জনতার ঢল নামবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর। এতে প্রধান বক্তা থাকবেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা উত্তর মহানগর বিএনপি’র আহবায়ক আমানুল্লাহ আমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির, জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক হাসানুজ্জামিল শাহিন, এডভোকেট ফরহাদ ইকবাল, কাজী শফিকুর রহমান লিটন, অমল ব্যানার্জি, দেওয়ান সফিকুল ইসলাম, সদস্য এডভোকেট আলী ইমাম তপন, আতাউর রহমান জিন্নাহ, আশরাফ পাহেলী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি সুলতান মোহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ।

এতে জেলা বিএনপি, যুবদল, মহিলাদল, শ্রমিকদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme