সখীপুরে কুতুবপুর-হাটুভাঙ্গা সড়কের উপর হাট, যাত্রীদের দুর্ভোগ

সখীপুরে কুতুবপুর-হাটুভাঙ্গা সড়কের উপর হাট, যাত্রীদের দুর্ভোগ

প্রতিদিন প্রতিবদেক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুর-কুতুবপুর বাজার থেকে গোড়াই স্টেশন পর্যন্ত আঞ্চলিক মহাসড়কের প্রায় ৪৫ কিলোমিটার সড়কে কমপক্ষে ১৫টি স্থানে সড়কের ওপর হাট-বাজার বসায় যাত্রীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কের ওপর হাট-বাজার বসার কারণে প্রতিনিয়ত চলাচলকারীদের পড়তে হচ্ছে যানজটে। একই সঙ্গে বাড়ছে দুর্ঘটনা।

জানা যায়, সখীপুর-ঢাকা-টাঙ্গাইল-সাগরদীঘি মহাসড়কের কাকরাইদ, মোটের বাজার, গারোবাজার, সাগরদীঘি, জোড়দীঘি, কুতুবপুর, বড়চওনা, কালিয়া, কচুয়া, বোয়ালী, নলুয়া, তক্তারচালা, দেওদীঘি, বাঁশতৈল, কাইতলা, হাঁটুভাঙ্গা, গোড়াই প্রভৃতি স্থানে মহাসড়কের ওপর হাট বসে। এ হাট বসায় প্রায়ই ঘণ্টার পর ঘণ্টা ধরে যানজট লেগে থাকে। সখীপুর-সাগরদীঘি-হাঁটুভাঙ্গা মহাসড়কের দেওদীঘি বাজারে বিশাল বাঁশের হাট, কুতুবপুর বাজারে কলার হাট, কাইতলা বাজারে বৃহত্তর ময়মনসিংহের মধ্যে অন্যতম পশুর হাট, তক্তারচালা বাজারে রেডিমেট ফার্নিচারের হাট, গারোবাজার এবং বড়চওনায় আনারস, কলা, মরিচ,বেগুন,করলা,মূলা, আদা-হলুদসহ কাঁচা পণ্যের বিশাল হাট বসে। সড়কের ওপর বিভিন্ন পণ্য সামগ্রীর পসরা সাজিয়ে চলছে বেচাকেনা। প্রতিদিনই এ সড়কের ১০/১২ স্থানে বসে সাপ্তাহিক হাট। সড়কের ওপর হাট বসায় রোগীবাহী অনেক গাড়ি ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়ে। এতে সময়মত স্বজনরা রোগীদের হাসপাতালে নিতে বিড়ম্বনার শিকার হন। এ ছাড়াও স্কুল-কলেজের শিক্ষার্থীরা যানজটের কবলে পড়ে।

সংশ্লিষ্ট হাট-বাজারগুলোর ইজারাদাররা জানান, স্থান সঙ্কুলান না হওয়ায় রাস্তাতেই বসে পড়েন পণ্য বিক্রেতারা।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840