ভূঞাপুরে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ, আহত ৫

ভূঞাপুরে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ, আহত ৫

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে করোনাভাইরাসের টিকা নিতে আসা ছাত্রীদের উত্যক্ত করার প্রতিবাদ করায় পাঁচ শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেছে কয়েকজন দুর্বৃত্ত বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সারাদেশের ন্যায় ভূঞাপুরেও শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া হচ্ছে। উপজেলার বলরামপুর উচ্চ বিদ্যালয়, টেপিবাড়ি উচ্চ বিদ্যালয়, তালুকদার সিরাজ আলী উচ্চ বিদ্যালয়, বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজসহ ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপজেলা পরিষদ হলরুমে টিকা দেওয়ার জন্য আসে। এ সময় শিক্ষার্থীরা লাইনে দাঁড়ালে বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের ছাত্রীদের উত্যক্ত করতে শুরু করে আনার খাঁ পাড়ার বোরহান (১৯) ও ছাব্বিশা গ্রামের শাকিব (১৮) নামে দুই যুবক। এসময় অন্য শিক্ষার্থীরা এর প্রতিবাদ করে। পরে ওই দুই যুবক ফোন করে তাদের লোকজন ডেকে এনে শিক্ষার্থীদের ওপর হামলা করে।

হামলায় বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণির ৫ শিক্ষার্থী আহত হয়। পরে পরিষদ চত্বরে উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) ফাহিম ফয়সাল বলেন, ‘মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এরআগে বহিরাগত বোরহান ও শাকিব শিক্ষার্থীদের উপর হামলা চালায় বলে জানা গেছে। ওই ঘটনায় ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ থানায় এখনো কোনো অভিযোগ দেয়নি।’

ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মনির সিদ্দিকী বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহীনুর ইসলাম বলেন, ‘টিকা দেওয়াকে কেন্দ্র করে বহিরাগতদের সঙ্গে শিক্ষার্থীদের ঝামেলা হয়েছিল। পরে প্রশাসনের সহযোগিতায় বিষয়টি মিমাংসা করা হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহান বলেন, ‘টিকা নিতে লাইনে দাড়ানো নিয়ে শিক্ষার্থীদের দুইপক্ষের মধ্যে ঝামেলা হয়। বিষয়টি সংশ্লিষ্টদের মাধ্যমে সমাধান করা হয়েছে। বহিরাগতদের সঙ্গে ঘটনা ঘটেছে কিনা সেটা আমাদের জানা নেই।’

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840