সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’

মির্জাপুরে আন্তজেলা ডাকাত দলের ৯ সদস্যসহ ২১ আসামী গ্রেফতার

  • আপডেট : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৮৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তজেলা ডাকাত দলের ৯ সদস্য এবং বিভিন্ন মামলায় অভিযুক্ত ১২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি ) রাতে এবং শুক্রবার (১১ ফেব্রুয়ারি) মির্জাপুর থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

মির্জাপুর থানার এসআই মো. মজিবুর রহমান জানান, আন্তজেলা ডাকাত দলের একটি শক্তিশালী চক্র নানা কৌশলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ মির্জাপুরের বিভিন্ন এলাকায় অপরাধ করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মাঝিপাড়া এলাকায় কাঠ বাগান এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় আন্তজেলা ৯ ডাকাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। ডাকাত দলের সদস্যরা হলেন- ভজন (২৫), জুয়েল (২৬), সুমন (২৫), সোহেল (২৪), টিপু (২২), নাজমুল (২৬), রানা ওরফে রাজিব (২৩), লিটন (৩২) ও আব্দুর রউফ (২১)। এ সময় তাদের কাছ থেকে তিনটি চাপাতি, একটি ছোড়া, একটি চাকু, একটি লোহার রড, একটি সাবল, একটি লাইট ও রশি উদ্ধার করা হয়।

এদের বিরুদ্ধে মির্জাপুর থানাসহ বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, খুন ও মাদকসহ একাদিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির কথা স্বীকার করেছে এবং এদের দলেল সদস্য সংখ্যা ১৯ জন। ৯ জনকে গ্রেফতার হলেও পলাতক অন্য ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এই চক্রটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ বিভিন্ন এলাকায় আন্তজেলা ডাকাত দলের সক্রীয় সদস্য বলে পুলিশকে জানিয়েছে। ডাকাত দলের সদস্যদের নামে মামলা দিয়ে ৭ দিনের রিমান্ডের আবেদন করে কোর্টে পাঠানো হয়েছে।

অপরদিকে অপরাধ দমনের জন্য পুলিশ চিরুনী অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামী ২ জন, মাদক মামলায় ৫ জন এবং পুলিশের ৩৪ ধারায় পলাতক ৫ জন আসামীসহ ১২ জনকে গ্রেফতার করেছে। তাদেরকেও জেল হাজতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ বলেন, আন্তজেলা ৯ ডাকাত এবং বিভিন্ন মামলায় পলাতক ১২ আসামীসহ ২১ জন গ্রেফতার হয়েছে। নিয়মিত মামলার পর তাদরে জেল হাজতে পাঠানো হয়েছে। অপরাধী যেই হোক কোন অবস্থায় কাউকে ছাড় দেওয়া হবে না। তাদরে অভিযান নিয়মিত চলবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme