সংবাদ শিরোনাম:

দেলদুয়ার আওয়ামী লীগের সভাপতি ফজলু সম্পাদক শিবলী

  • আপডেট : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ১০৯৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের দেলদুয়ারে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। শনিবার উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আগের কমিটি বহাল রেখে বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক কে সভাপতি ও এম. শিবলী সাদিক কে সম্পাদক ঘোষনা করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম. শিবলী সাদিকের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. মো. আব্দুর রাজ্জাক এমপি।

সম্মেলনের উদ্বোধন করেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক।

অনুষ্ঠানে প্রধান রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সংসদ সদস্য এড. জোয়াহেরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য এড. এ.বি.এম. রিয়াজুল কবীর কাওছার, টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শামছুল হক, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম খান প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme