সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে বর্নাঢ্য র‍্যালী ও অভিভাবক সমাবেশ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত  মাওলানা ভাসানীর মাজারের দানবাক্সে মিলল ২ লক্ষ ৮৩ হাজার টাকা টাঙ্গাইলে বেপরোয়া গতির বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল সিএনজি যাত্রীর প্রাণ ধনবাড়ী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানে লড়ছেন ;মিনা লিপি মাভাবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের শরবত পান করালেন নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ এসোসিয়েশন মধুপুরে ইসতিসকার নামাজ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত টাঙ্গাইলে কাগজপত্র সঠিক না থাকায় ৩ বাসের জরিমানা জেলা প্রশাসন ও বি আর টি টাঙ্গাইলের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত
টাঙ্গাইলে দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ

টাঙ্গাইলে দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ

প্রতিদিন প্রতিবেদক: চাল, ডাল, তেল ও গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ পালন করেছে টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবকদল।

বুধবার (৯ মার্চ) সকালে টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা এ বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেন। এর আগে সমাবেশস্থলে আশপাশ এলাকা থেকে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমবেত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক খন্দকার জুলফিকার জনি। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তরিকুল ইসলাম ঝলকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রৌফ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হাসানুজ্জামিল শাহীন, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, অমল ব্যানার্জী, জেলা মহিলা দলের সাবেক সভাপতি নিলুফার ইয়াসমিন খান, জেলা ছাত্রদলের সদস্য সচিব এমএ বাতেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান উজ্জল, শহর স্বেচ্ছাসেবক দলের মামুনুর রশিদ খান মামুন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাডভোকেট সামিম আল মামুন, সদস্য সচিব আবুবক্কর সিদ্দিকী জুয়েল প্রমুখ।

এসময় সমাবেশে অংশ নেয় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নূরে আলম সাদেক, এজাজুল হক সবুজ, জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি শুভংকর পাল লিটন, মনির হোসেন, আব্দুল রশিদ মিনু, রিপন চৌধুরী, এস এম আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোজাজ্জল হোসেন জুয়েল, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হাফেজ, সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. রেজাউল রহমান রুমেল, শহর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আতিকুর রহমান সজিব, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবিদ হোসেন ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবুসহ স্বেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দ ও বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার বলেছিলো জনগণকে ১০টাকা কেজি চাল দিবে। কোথায় ১০টাকা কেজি চাল, ৭০থেকে ৮০টাকা কেজি চাল খেতে হচ্ছে এ দেশের মানুষদের। দ্রব্য মূল্য কমিয়ে দিতে হবে, ভোটাধিকার ফিরেয়ে আনতে হবে, জনসাধারণ মানুষ এখন স্বস্তিতে নেই। তাই লুটেরা সিন্ডিকেট সরকার আমাদের প্রয়োজন নেই। যদি সরকার দ্রব্য মূল্য কমিয়ে না দিতে পারে তাহলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন স্বেচ্ছাসেবকদলের নেতারা।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840