সংবাদ শিরোনাম:
১১ দফা দাবি আদায়ের লক্ষে টাঙ্গাইল জেলা শিক্ষক সমিতির স্মারকলিপি প্রদান

১১ দফা দাবি আদায়ের লক্ষে টাঙ্গাইল জেলা শিক্ষক সমিতির স্মারকলিপি প্রদান

প্রতিদিন প্রতিবেদক: শিক্ষাক্ষেত্রে বিরাজমান সরকারি ও বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষে মাধ্যমিক শিক্ষা জাতীয়করনসহ ১১ দফা দাবি আদায়ের লক্ষে বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল-সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আজ বুধবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের নিরালা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে দাবি আদায়ের সমর্থনে বিক্ষোভ সমাবেশ করে। পরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আমিনুল ইসলামের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শামীম আল মামুন জুয়েল, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গোলাম রব্বানী, জেলার সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মীর মো: আশরাফ হোসেন প্রমুখ।

কর্মসূচিতে জেলার ১২টি উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শিক্ষক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840