সংবাদ শিরোনাম:
মধুপুরে বিএনপির নেতার কারখানায় ডাকাতি। জেলা বিএনপি ঘটনাস্থল পরিদর্শন  বাসাইলে ঠিকানার উদ্যোগে অসহায় ও দুস্থ নারীদের মাঝে ছাগল বিতরণ ওয়ালটন মিলিনিয়ার অফারের লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন টাঙ্গাইলের দুইজন অধ্যক্ষকে অবরুদ্ধ করার পদত্যাগপত্রে স্বাক্ষর  বাসাইলে ডেভিল হান্ট অপারেশন অভিযানে আ.লীগ নেতা গ্রেফতার বিলম্ব বিজু-বৈসু-সাংগ্রাই-বিষু-চাংক্রান উৎসব–২০২৫  হত্যা মামলার আসামী যুবলীগ নেতা টগর এয়ারপোর্টে আটক ধনবাড়ীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যা! কালিহাতীতে রাতভর ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা ও ড্রেজার পাইপ ধ্বংস তামাকজাত পণ্যের মূল্য ও কর বৃদ্ধির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

মির্জাপুরে সম্মেলন শেষে এমপির ওপর হামলা

  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ৫৭৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের শেষ পর্যায়ে স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভর ওপর হামলার ঘটনা ঘটে।

এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৫ থেকে ৬ জন আহত হয়েছে। তবে আহতদের নাম জানা যায়নি।

জানা যায়, বৃহস্পতিবার মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। মির্জাপুর সরকারি কলেজ চত্বরে সম্মেলনের প্রথম অধিবেশন শান্তিপুর্ণভাবে শেষ হয়। পরে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ উপজেলা চত্তরে সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করেন। যা উভয় পক্ষ মেনে নেয়ার পরও হঠাৎ করেই জেলা শ্রমিক লীগের সভাপতি মীর দৌলত হোসেন বিদ্যুতের ছেলে ইসতিয়াক মাহামুদ সান সাংসদ খান আহমেদ শুভর ওপর হামলা করে। সাংসদের ব্যক্তিগত সহকারী মীর আসিফ অনিক ও সাবেক ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম এর প্রতিবাদ করেন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুর ছেলে যুবলীগ নেতা মীর মঈন হোসেন রাজিবের নেতৃত্বে তাদের ওপর হামলা চালায়। এতে কিছু সময়ের জন্য পরিবেশ উত্তপ্ত হয়। তবে এঘটনায় ৫ থেকে ৬ জন আহত হয়েছে বলে জানা গেছে। পরে পুলিশ গেলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় মির্জাপুরে আওয়ামী লীগের নেতাকর্মীরা হতবাক হয়েছেন বলে জানা গেছে। উপজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি মীর শরীফ মাহমুদ এ ঘটনাটির তীব্র নিন্দা জানান।

এ বিষয়ে সাংসদ খান আহমেদ শুভ বলেন, সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কমিটি ঘোষনা হওয়ার পর বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আযমকে বিদায় দেওয়ার পর অনুষ্ঠান স্থান ত্যাগ করতে ছিলাম তখন আমিসহ টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক হিমেলের উপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে আমার পিএ ও আমার সমর্থকদের উপর ও হামলা চালায় মীর এনায়েত হোসেন মন্টুর দলবল। তারা যে কাজটি করেছেন তা খুবই জগন্যতম কাজ। এর সুষ্ঠু বিচার দাবী করছি।

এ বিষয়ে মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্ঠা করলে তাকে পাওয়া যায়নি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme