সখীপুরে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

সখীপুরে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

প্রতিদিন প্রতিবেদক, সখীপুর: টাঙ্গাইলের সখীপুর সাব-রেজিস্ট্রি কার্যালয়ে সনদপ্রাপ্ত দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডারদের দক্ষতা, পেশাদারিত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি বিষয়ক অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ এপ্রিল) সকালে সাব-রেজিস্ট্রি কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সখীপুর সাব-রেজিস্ট্রি কার্যালয়ের (খন্ডকালীল) সাব-রেজিস্ট্রার শহীদুল ইসলাম।

এসময় দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমবায় সমিতির সভাপতি জাহাঙ্গীর খান ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান সাবেক সভাপতি দুলাল উদ্দিন, মীর গোলাম হোসেন, ইউসুব আলী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মিন্টুসহ শতাধিক সনদপ্রাপ্ত দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কর্মশালা অংশগ্রহণ করেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840