টাঙ্গাইলে তরুণ প্রজন্মের উদ্যোগে বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয়

টাঙ্গাইলে তরুণ প্রজন্মের উদ্যোগে বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয়

প্রতিদিন প্রতিবেদক: “আমরা করবো রক্তদান দেখবে দেশ বাঁচবে প্রাণ” এই শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বারপাখিয়ায় তরুণ প্রজন্মের উদ্যোগে বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং সঠিক রক্তদান সম্পর্কিত সচেতন মুলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বারপাখিয়া উত্তরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শুরু হয় এ ক্যাম্পেইন, চলবে দিনব্যাপী।

থ্যালাসেমিয়া থেকে শিশুর সুরক্ষা পেতে বিয়ের আগে অবশ্যই রক্ত পরিক্ষা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব। বারপাখিয়ায় তরুণ প্রজন্ম আয়োজিত এ অনুষ্ঠানে টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সার্বিক সহযোগীতায় ১৫ থেকে ৫০ বছর বয়সী প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ বিনামুল্যে এ রক্তের গ্রুপ নির্ণয়ে অংশগ্রহন করে। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারপাখিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সমাজ সেবক আব্দুল গফুর মিয়া। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মিয়া, সমাজ সেবক শাজাহান মিয়া ও টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর হাসান খান রুবেল প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মওলানা আমানুল্লাহ খান।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840