প্রতিদিন প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (টাবি) সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের উপর বহিরাগত ছাত্রদল ক্যাডারদের সশস্ত্র হামলার প্রতিবাদ এবং সকল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে টাঙ্গাইলে ছাত্রলীগের মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে।
রোববার সকালে টাঙ্গাইল শহরের শহীদ মিনারের সামনে জেলা ছাত্রলীগ এ কর্মসূচির অয়োজন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান, সাধারণ সম্পাদক ইলিয়াস হাসান, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাউম চাকলাদার প্রমুখ।
এসময় জেলা ছাত্রলীগ, সদর উপজেলা ও শহর ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে পুনরায় শহীদ মিনার প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।