সংবাদ শিরোনাম:
ঈদ উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নিরাপত্তা ও যানজট নিরসনে সমন্বয় সভা বাসাইলে হেলমেট ও লাইসেন্স না থাকায় ৩ হাজার টাকা জরিমানা নাগরপুরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ,আহত ৪ বাসাইলে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত বাসাইলে প্রবাসবন্ধু ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত মধুপুরে গরীবের হাসপাতালে র‍্যাবের চিকিৎসা সামগ্রী বিতরণ মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ কচু পাতার পানি না-বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় টাঙ্গাইলে জামায়াতের মিছিল টাঙ্গাইলে হত্যা মামলায় যুবক গ্রেপ্তার টাঙ্গাইলে লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ; স্থানীয়দের উদ্বেগ, গুরুত্ব নেই প্রশাসনের

বাসাইল উপজেলা সাব-রেজিষ্ট্রারের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ২১৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের বাসাইল উপজেলা সাব-রেজিষ্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে বাসাইল উপজেলা দলিল লেখক সমিতি এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি নুরুল ইসলাম সরকার। তিনি বলেন, গত বছরের ২৮ আগস্ট সিরাজুল হক বাসাইল উপজেলা সাব-রেজিষ্ট্রার হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে সিরাজুল হক বিভিন্নভাবে অনিয়ম করে আসছে। এনালগ পদ্ধতিতে দলিল করলে সাব-রেজিষ্ট্রার সরকারি ফ্রি ছাড়া প্রতি জনের কাছ থেকে ১ হাজার থেকে ৫ হাজার টাকা করে নেন। এছাড়াও দাদা ও নানার নামে জমির ওয়ারিশনামা সনদ থাকলেও খারিজ করার কথা বলে বিভিন্ন তালবাহানা করে ১০ হাজার থেকে ২০ হাজার টাকার ঘুষ দাবি করেন। টাকা না দিলে তিনি দলিল রেজিস্ট্রেশন করেন না।

মসজিদ, মাদ্রাসা ও কবর স্থানের নামে ওয়াকফ দলিল রেজিস্ট্রেশন করেন না। এমনকি কোন লেখক বীর মুক্তিযোদ্ধার পরিচয় দিলে সাব-রেজিষ্ট্রার ওই মুক্তিযোদ্ধাকে কুটক্তি ও ব্যাঙ্গ করে। দলিল লেখককরা সাব-রেজিষ্ট্রারের কাছে পরামর্শ নিতে গেলে বিভিন্ন অজুহাতে ক্ষিপ্ত হয়ে দলিল লেখা নিষেধ করেন। পরবর্তীতে দলিল লেখকের কাছ থেকে তিনি ৫ হাজার থেকে ১ লাখ টাকা ঘুষ নিয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন। এভাবে তিনি অনেক অনিয়ম করেছেন।

তিনি আরও বলেন, ইতিমধ্যে আমরা বিষয়টি জেলা প্রশাসক ও জেলা রেজিষ্ট্রাররের কাছে লিখিত ও মৌখিকভাবে জানিয়েছি। আমরা দ্রুতই সাব-রেজিষ্ট্রার সিরাজুল হকের বদলির দাবি করছি।

এ সময় বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিউর রহমান গাউজ, উপজেলা দলিল লেখক সমিতি সাধারণ সম্পাদক আব্দুছ ছামাদ ফারুকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme