প্রতিদিন প্রতিবেদক, সখীপুর: টাঙ্গাইলের সখীপুরের পলাশতলীতে উচ্চ আদালতের নির্দেশে মিতালী ব্রিকস নামের একটি অবৈধ ইট ভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার ২৮ সেপ্টেম্বর দুপুরে উপজেলার পলাশতলী গ্রামের পলাশতলী মহাবিদ্যালয় সংলগ্ন ইটভাটায় এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম।
আদালত ভাটার চিমনিসহ ইট পোড়ানোর সব যন্ত্রপাতি পুড়িয়ে দেয়া হয়। এবং ভাটায় রাখা সব ইট জব্দ করা হয়েছে।
এ সময় পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক জমির উদ্দিন উপস্থিত ছিলেন। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম বলেন, উচ্চ আদালতের নির্দেশে আশিক জাহাঙ্গীর লালনের অবৈধ এ মিতালী ব্রিকস ভাটায় অভিযান পরিচালনা করে ভেঙে দেওয়া হয়েছে।