সংবাদ শিরোনাম:
বিলম্ব বিজু-বৈসু-সাংগ্রাই-বিষু-চাংক্রান উৎসব–২০২৫  হত্যা মামলার আসামী যুবলীগ নেতা টগর এয়ারপোর্টে আটক ধনবাড়ীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যা! কালিহাতীতে রাতভর ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা ও ড্রেজার পাইপ ধ্বংস তামাকজাত পণ্যের মূল্য ও কর বৃদ্ধির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন মধুপুরে গৃহবধু গণধর্ষণের শিকার ! দুই ধর্ষণকারী আটক ধনবাড়ীতে  প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত গোপালপুরে বোরো ধান বিষ দিয়ে পোড়ানোর অভিযোগ   টাঙ্গাইলে টিচার্স ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও ক্রেস্ট প্রদান টাংগাইল প্রেসক্লাবের সদস্য পদ পাওয়ায় ইমতিয়াজ রুবেল ও এরশাদুল ইসলামকে সংবর্ধনা

টাঙ্গাইলে পুলিশী বাঁধায় বিএনপির শোক র‌্যালী

  • আপডেট : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ৩৬০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: বিএনপির নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে আয়োজিত টাঙ্গাইল বিএনপির শোক র‌্যালী পুলিশী বাঁধায় ছত্রবঙ্গ হয়েছে।

সোমবার বেলা ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বিএনপির নেতাকর্মীরা সমবেত হলে পুলিশ বাঁধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়। পরে অতিরিক্ত পুলিশ এসে তাদের ধাওয়া দিলে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

পরে নেতাকর্মীরা শহরের পশ্চিম আকুর টাকুর এলাকায় গিয়ে শোক র‌্যালীর আয়োজন করে। এ সময় দলটির নেতাকর্মীরা শোক র‌্যালীটি বের হয়ে পশ্চিম আকুর টাকুর এলাকার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে দলটির নেতারা।

সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাসানুজ্জামিল শাহীন ও অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

এ সময় টাঙ্গাইল জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আতাউর রহমান জিন্নাহ, আবুল কাশেম, সদর উপজেলা বিএনপির আহ্বয়ক আজগর আলী, যুগ্ম আহ্বায়ক হাদিউজ্জামান সোহেল, সদস্য সচিব আব্দুর রৌফ, শহর বিএনপির আহ্বায়ক মেহেদী হাসান আলীম, যুগ্ম আহ্বায়ক শাহীন আকন্দ, সদস্য সচিব এজাজুল হক সবুজ, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, জেলা কৃষক দলের সদস্য সচিব সামীমুর রহমান খান সামীম, জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেনসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে জেলা বিএনপি আয়োজিত শোক র‌্যালীতে পুলিশ অতর্কিত হামলা চালিয়েছে। এ সময় তারা ব্যানার ছিনিয়ে নিয়ে গেছে। পুলিশ বলেছে সরকারের বিরুদ্ধে কোনো ধরনের কর্মসূচি করতে দেওয়া হবে না। পুলিশের এই ধরনের ব্যবহারে নিন্দা জানিয়েছেন বক্তারা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme