সংবাদ শিরোনাম:
ভূঞাপুরে প্রতীক পেয়েই প্রার্থীদের প্রচারণা নাগরপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা কে কুপিয়ে হত্যা, আটক ৬ ভলেন্টিয়ার ফর বাংলাদেশ টাঙ্গাইল জেলার উদ্যােগে শ্রমজীবী মানুষের মাঝে ছাতা ও শরবত বিতরণ টাঙ্গাইলে সিলেকশনের মাধ্যমে কোন শ্রমিক সংগঠন করতে দেয়া হবে না: এমপি ছানোয়ার হোসেন জোয়াহেরের আইনজীবি সনদ ও মুক্তিযোদ্ধা হওয়া নিয়ে এবার প্রশ্ন তুলেছেন ছোট মনির এমপি টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক লীগের পানি-স্যালাইন-শরবত বিতরণ টাঙ্গাইলে চরম উত্তেজনার মধ্য দিয়ে আওয়ামী লীগের দু’পক্ষের মহান মে দিবস পৃথকভাবে পালিত টাঙ্গাইলে মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধের মৃত্যু কালিহাতীতে প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা লালমাটি যাচ্ছে ইটভাটায়, টাঙ্গাইলের পাহাড়ি টিলা হচ্ছে সমতল ভূমি!
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়ক ফাঁকা

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়ক ফাঁকা

প্রতিদিন প্রতিবেদক: স্বস্তিতে যান চলাচল করছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে। দেশের ব্যস্ততম এই মহাসড়কে উত্তর ও দক্ষিণবঙ্গসহ ২৩টি জেলার যানবাহনের চাপ প্রতিদিন থাকলেও শনিবার ছিলো পুরোটাই বিপরীত। মহাসড়কের উত্তরবঙ্গ লেনে বাস, ট্রাকসহ পন্যবাহী বিভিন্ন যানবাহন চলাচল করলেও ঢাকামুখী লেনে অল্প সংখ্যক দুরপাল্লার বাস ও ট্রাক চলাচল করতে দেখা গেছে। শনিবার ১০ ডিসেম্বর বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২ টা পর্যন্ত মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ আশেকপুর এলাকায় এ চিত্র দেখা গেছে। বিএনপির ঢাকার মহাসমাবেশে নেতাকর্মীরা যাতায়াত বন্ধের পরিকল্পনায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরাসহ স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ি ও যাত্রীরা। অন্যদিকে টাঙ্গাইলে পরিবহন নেতারা জানিয়েছে, ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে শনিবার টাঙ্গাইল থেকে কোন গণপরিবহন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে না এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ সিদ্ধান্তের ফলে শনিবার সকাল থেকেই টাঙ্গাইল নতুন বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে কোন বাস ছাড়া হয়নি। এ সকল কারনে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক প্রায় গণপরিবহন শূন্য হয়ে পরেছে।

বঙ্গবন্ধু সেতু টোলপ্লাজা সূত্র জানা যায়, গত ২৪ ঘন্টায় (৯ ডিসেম্বর রাত ১২টা হতে ১০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত) বঙ্গবন্ধু সেতু দিয়ে গণপরিবহনসহ ছোট বড় মিলিয়ে ১৬ হাজার ৬১৬ টি পরিবহন সেতু পারাপার হয়েছে। এতে ঢাকাগামী পরিবহনের সংখ্যার থেকে উত্তরবঙ্গগামী পরিবহনের সংখ্যা বেশি ছিল। এই সময়ে সেতুর পূর্ব টোলপ্লাজা অতিক্রম করেছে ৯ হাজার ১৩৯টি। এতে টোল আদায় হয়েছে ৮৬ লাখ ১ হাজার ৭০০ টাকা। এ ছাড়া সেতুর পশ্চিম টোল প্লাজা অতিক্রম করেছে ৭ হাজার ৪৭৭ টি পরিবহন। এতে টোল আদায় হয়েছে ৭১ লাখ ২১ হাজার ৮০০টাকা। পারাপার হওয়া যানবাহনের মধ্যে ২ হাজার ৪১২টি গণপরিবহন সেতু পারাপার হয়েছে এরমধ্যে ঢাকাগামী ১ হাজার ১৯২টি যাত্রীবাহি বাস সেতু পার হয়েছে। স্বাভাবিক সময়ে ১২/১৩ হাজার পরিবহন সেতু পারাপার হয়ে থাকে বলে দাবি করেছেন সেতৃ কর্তৃপক্ষ।

টাঙ্গাইল বাস-কোস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি জানান, সকল মালিককে বাস চলাচল স্বাভাবিক রাখতে বলা হয়েছে। এরপরও যদি তারা সড়কে বাস না নামায় সে ক্ষেত্রে আমাদের কিছু করার নেই।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির বাপ্পি জানান, স্বাভাবিকের তুলনায় সেতু দিয়ে কম সংখ্যক পরিবহন পারাপার হয়েছে। স্বাভাবিক সময়ের চেয়ে যাত্রীবাহি পরিবহনের সংখ্যা কম ছিল বলে জানান তিনি।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840