সংবাদ শিরোনাম:
মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় টাঙ্গাইলের ১৫বছর বয়সী তরুণ সামির তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

ধনবাড়ীতে পুকুর থেকে হাত বাঁধা বৃদ্ধার লাশ উদ্ধার

  • আপডেট : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ২২৬ বার দেখা হয়েছে।

হাফিজুর রহমান: ধনবাড়ীতে জমিলা বেগম (৮০) এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বেলা ১১টায় পুকুর থেকে হাত বাঁধা ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জমিলা বেগম উপজেলার বীরতারা ইউনিয়নের পাঁচনখালী দক্ষিণপাড়া গ্রামের মৃত হানিফ উদ্দিনের স্ত্রী এবং ছয় সন্তানের জননী। এ ঘটনায় জিজ্ঞাবাদে বৃদ্ধার দুই নাতীকে থানায় নেয় পুলিশ।

নিহতের স্বজনরা বলেন, ওই বৃদ্ধার দুই ছোট নাতী নিয়ে থাকতেন। তাঁর ছেলেরা বিভিন্ন স্থানে কর্মে জড়িত। সোমবার ১৬ জানুয়ারী রাতে ওই বৃদ্ধাকে ঘরে রেখে একা রেখে পাশের বাড়িতে দুই নানী টেলিভিশন দেখতে যায়। বাড়ি ফিরে বৃদ্ধাকে ঘরে না পেয়ে খোঁজাখুজি করে আত্মীয় ও প্রতিবেশিরা। সকালে বৃদ্ধার বড় ছেলে বাড়ির পাশের এক পুকুরের পানিতে তাঁর পরনের কাপড় ভাসতে দেখে। এরই একপযার্য়ে তাঁর মরদেহ পাওয়া যায়। নিহতের ছেলে শাহজাহান বলেন, ‘আমার মা লাঠি ছাড়া হাঁটতে পারে না। তাঁর বিছনার পাশে জুতা ও লাঠি পড়ে ছিল।’ স্থানীয় এলাকাবাসী আব্দুর রহিম, ফজলুল হক, হিরা মিয়া ও তিথী আক্তারসহ আরো অনেকে এ ঘটনায় দোষীদের খুঁজে বের করে দ্রুত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত (কর্মকর্তা) ওসি এইচএম জসিম উদ্দিন বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ব্দ্ধৃার লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল রির্পোট তৈরী করে মর্গে প্ররণ করা হয়েছে।’

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme