সংবাদ শিরোনাম:
মির্জাপুরে তীব্র পানির সংকট নিরসনে শহরের ব্যস্ততম চারটি স্থানে এমপি শুভর নলকুপ স্থানের উদ্যোগ টাঙ্গাইলের মধুপুরে ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষিকা মেয়ে ও জামাতার নির্যাতনে শতবর্ষী বৃদ্ধের মৃত্যুর অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে বারোয়ারী মন্দিরে অগ্নিকাণ্ডে পাল্টাপাল্টি অভিযোগ! টাঙ্গাইলে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমকর্মীদের সমাবেশে মির্জাপুরে রাতের আঁধারে কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে পথচারী, রিক্সাচালকদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ ভাসানী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ভূঞাপুরে প্রতীক পেয়েই প্রার্থীদের প্রচারণা নাগরপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা কে কুপিয়ে হত্যা, আটক ৬
টাঙ্গাইলে মানব পাচারকারী চক্রের মূল হোতা গ্রেফতার

টাঙ্গাইলে মানব পাচারকারী চক্রের মূল হোতা গ্রেফতার

প্রতিদিন প্রতিবেদক: ভাল বেতনে ও ভালো কাজের প্রলোভন দেখিয়ে দুই মাসের ট্ররিস্ট ভিসায় দুবাই প্রেরণ। তারপর তাকে জিম্মি করে নির্যাতন করা হয়। পরে তার স্বজনদের কাছ থেকে মুক্তিপন বাবদ মোটা অংকের অর্থ দাবি করে এই চক্র। এমন চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে টাঙ্গাইল র‌্যাব। বুধবার ভোরে ঢাকা মহানগরের রামপুরা থানার বনশ্রী এলাকা থেকে মানব পাচারকারী চক্রের মূল হোতা ইমতিয়াজ রহমান চৌধুরী (৪২) কে গ্রেফতার করা হয়।

টাঙ্গাইলে র‌্যাব-১৪ এর কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, মানব পাচারকারী চক্রের মুল হোতা মাদারীপুর জেলার শিবচর থানার সতের রশি গ্রামের খলিলুর রহমান চৌধুরীর ছেলে গ্রেফতারকৃত ইমতিয়াজ রহমান চৌধুরী (৪২) গত বছরের ১৫ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে মোট ৩ লক্ষ টাকা গ্রহণ করে টাঙ্গাইলের মির্জা ফিরোজ হোসেন নামের এক ব্যক্তিকে ভাল বেতন ও ভালো কাজের প্রলোভন দেখিয়ে দুই মাসের টুরিস্ট ভিসায় দুবাই প্রেরণ করে। পরে ইমতিয়াজের এক সহযোগী ইকরামের মাধ্যমে ভিকটিমকে আটকে রেখে নির্যাতন করে মুক্তিপন বাবদ ২ লক্ষ টাকা দাবি করে। এ ঘটনায় ভিকটিম মির্জা ফিরোজ হোসেনের স্ত্রী বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করেন। এ অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব ইমতিয়াজ রহমান চৌধুরীকে গ্রেফতার করে।

র‌্যাব আরো জানায়, পরে গ্রেফতারকৃত আসামীকে টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়।

 

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840