সংবাদ শিরোনাম:
রংপুরে শুরু হয়েছে শেখ হাসিনা অনুর্ধ্ব-১৫ টি টোয়েন্টি প্রমীলা ক্রিকেট টুর্নামেন্ট ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে চশমা প্রতীক নিয়ে সাংবাদিক আতিক জনপ্রিয়তায় শীর্ষে ও জনসমর্থনে এগিয়ে ঘাটাইলে সেলাই মেশিন মার্কায় ভোট চাইলেন পৌর মেয়র আব্দুর রশীদ মিয়া টাঙ্গাইলে পুটিয়াজানী বাজারে দোকান ঘর ভাঙ্গচুরের অভিযোগ দেবরের বিরুদ্ধে সিরাজগঞ্জে ২১৬ কেজি গাঁজাসহ আটক ২ ; কাভার্ড ভ্যান জব্দ সাফল্য অর্জনেও ব্যতীক্রম নয় জমজ দুই বোন,  লাইবা ও লামিয়া দুজনেই পেলেন জিপিএ- ৫ নাগরপুরে মুক্তিযোদ্ধা পরিবার রাজপথে, প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত এক স্কুল থেকে এসএসসিতে জিপিএ-৫ পেল জমজ দুই বোন মির্জাপুরে ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইলে মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের গার্ল-ইন- স্কাউটের সদস্যদের ডে ক্যাম্প
টাঙ্গাইল ভূঞাপুরে বালুমহলকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন

টাঙ্গাইল ভূঞাপুরে বালুমহলকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল ভুঞাপুরে নিকরাইল ইউনিয়নে বালুমহলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে । বৃহস্পতিবার ৩ আগষ্ট সাকালে টাঙ্গাইল প্রেসক্লাব মিলাতায়নে সংবাদ সম্মেলন এ অভিযোগ করেন মুসলিম উদ্দিন নামের এক বালু ব্যাবসায়ী।

লিখিত বক্তব্যে মুসলিম উদ্দিন অভিযোগ করেন, তিনি ইউনিয়ন নির্বাচনে নৌকার পক্ষে কাজ করায় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী মাসুদুল হকের জয়ের পরে মাসুদুল হকের সমর্থক জুরান মন্ডল এবং তার দুই ছেলে সুমন মন্ডল ও শুভ মন্ডল বালুর ঘাটকে কেন্দ্র করে তার কাছে পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা চায়। চাঁদার টাকা না দেয়ায় তার বালুর ঘাট বেদখল করে। তখন তার ঘাটে যে পরিমান বালু ছিল যার মূল্য চার কোটি পঞ্চাম লক্ষ টাকা। শুধু তাই নয় বালু ঘাট দখল করে তাকে গ্রাম থেকে উঠিয়ে নিয়ে মারধর করে এবং গুরুতর অসুস্থ হয়ে হাসপাতে ভর্তি হন। এ ব্যাপারে তার বাবা বাদী হয়ে ভ’ঞাপুর থানায়  মামলা করেন। মামলা থাকা সত্তে¦ও তার বালু ঘাটের সংরক্ষিত বালুর চার ভাগের তিন বিক্রি করে নিয়ে যায় জুরান মন্ডলগংরা। পরে তিনি গ্রামের গন্যমান্য ব্যক্তিদের সহযোগীতায় বালু বিক্রি বন্ধ করে । বালু বিক্রি বন্ধ করার কারনে জুরান মন্ডল , সুমন মন্ডল , শুভ মন্ডলসহ ২০-২৫ জন সন্ত্রাসী নিয়ে তার উপর হামলা চালায় এবং আবার তারা তাকে মারধর করে। অভিয়োগকারী মুসলিম উদ্দিন আবারও হাসপাতালে ভর্তি হন। অভিয়োগকারী মুসলিম উদ্দিন বাদী হয়ে পুনরায় মামলা করে। তার মামলার কারনে জুরান মন্ডল ১০-১৫ দিন জেল হাজতে থাকে। জেল থেকে বেড়িয়ে তারা আবার মুসলিম উদ্দিনকে মারা উদ্দ্যেশে জুরান মন্ডল এবং তার দুই ছেলে সুমন মন্ডল ও শুভ মন্ডল সন্ত্রাসী দলবল নিয়ে তার এলাকায় প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে ঘুওে বেড়াচ্ছে।

বর্তমানে অভিয়োগকারী মুসলিম উদ্দিন ও তার পরিবার খুবই আতঙ্কে দিন কাটাচ্ছে। এমতাবস্থায় তিনি প্রসাশনের কাছে এর সুষ্ঠ বিচার দাবী জানায়।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840