সংবাদ শিরোনাম:
সাফল্য অর্জনেও ব্যতীক্রম নয় জমজ দুই বোন,  লাইবা ও লামিয়া দুজনেই পেলেন জিপিএ- ৫ নাগরপুরে মুক্তিযোদ্ধা পরিবার রাজপথে, প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত এক স্কুল থেকে এসএসসিতে জিপিএ-৫ পেল জমজ দুই বোন মির্জাপুরে ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইলে মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের গার্ল-ইন- স্কাউটের সদস্যদের ডে ক্যাম্প ভূঞাপুরে সর্বজনীন পেনশন স্কিম অবহিতকরণে সভা দেলদুয়ারে অসহায় দুস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদান গোপালপুরের পরিবহন শ্রমিকদের ডাটাবেজ বা নিবন্ধন তৈরি শুরু যুবককে গাছে বেঁধে মারধরের ঘটনায় তোলপাড় ডিএনএ দিবসে মাভাবিপ্রবিতে শিক্ষার্থীদের দেয়ালিকা প্রদর্শনী
কালিহাতী দলিল লেখক কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি নুরুল ইসলাম, সম্পাদক মাসুম সরকার নির্বাচিত

কালিহাতী দলিল লেখক কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি নুরুল ইসলাম, সম্পাদক মাসুম সরকার নির্বাচিত

কামরুল হাসান, কালিহাতী : কালিহাতী দলিল লেখক কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে বিরতিহীনভাবে ভোট গ্রহণের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১২৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছে নুরুল ইসলাম, ৮৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে মোহাম্মদ মাসুম সরকার। ১৭১টি ভোটের মধ্যে ভোট প্রদান করেন ১৬৭ জন ভোটার। এতে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন কালিহাতীর সাব-রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ নাজমুল হাসান। এসময় ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা রেজিস্ট্রার মো. মোতালেব হোসেন, কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার, টাঙ্গাইল জেলা দলিল লেখক কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ ইমান আলী ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন রশিদ আকন্দ সোনা মিয়া। সভাপতি পদে ২৩ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্ধী হয়েছেন রেজাউল করিম তালুকদার। অপর প্রতিদ্ব›দ্ধী মোঃ ইমান আলী মিঞা পেয়েছেন ১৯ ভোট। সাধারণ সম্পাদক পদে ৪২ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্ধী হয়েছেন আবু বকর সিদ্দিক রিফাত, অপর প্রতিদ্ব›দ্ধী মোহাম্মদ খলিলুর রহমান ৩৩ ভোট ও গোলাম রব্বানী পেয়েছেন ৮ ভোট। ৭০ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ শাহজাহান মিঞা। ৬৪ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্ব›দ্ধী হয়েছেন মো. নজরুল ইসলাম। ৭৮ ভোট পেয়ে যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ শাহীন হোসেন। ৬৮ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্ধী হয়েছেন মো. নুরুল ইসলাম। ৯২ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ লিটন। ৪৯ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্ধী হয়েছেন এমএইচ খালিদ হুমায়ুন, অপর প্রতিদ্বন্ধী মো. নজরুল ইসলাম পেয়েছেন ২৪ ভোট। ৯০ ভোট পেয়ে দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছে মো. আবু সাঈদ। ৫২ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্ধী হয়েছেন মো. শরিফুল ইসলাম। ১২০ বোর্ডে প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আজগর আলী। ২৯ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্ধী হয়েছেন মোঃ মিজানুর রহমান মিয়া মিন্টু। ৮৫ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মো. সুরমান আলী। ৭৪ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্ধী হয়েছেন মোঃ আব্দুল বাছেদ। সদস্যপদে ১১৯ ভোট পেয়ে কালিপদ পাল, ১০৮ ভোট পেয়ে বাদল চন্দ্র মজুমদার ও ৯৪ ভোট পেয়ে মোঃ আনোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন। অপর প্রতিদ্বন্ধী মো. ছাদেকুল ইসলাম ৭১ ভোট ও গৌরচন্দ্র দে সরকার পেয়েছেন ৫৫ ভোট।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840