সংবাদ শিরোনাম:
দেলদুয়ারে সড়ক দুর্ঘটনায় আনসার কমান্ডার নিহত  টাঙ্গাইলে অস্ট্রেলিয়া পাঠানোর কথা বলে ৩ কোটি ১০ লাখ টাকা আত্মসাৎ ৩০ চীনা কোম্পানির ১০০ কোটি ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতি ঈদের আনন্দে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় আয়োজন প্রসংসনীয়-ফরহাদ ইকবাল টাঙ্গাইলে লায়ন্স ক্লাব ও সৃষ্টি শিক্ষা পরিবারের ঈদ খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয়ের “সতীর্থ-৮৮” সংগঠনের ঈদ খাদ্য সামগ্রী বিতরন টাঙ্গাইল শহরে ফরহাদ ইকবালের ঈদ সামগ্রী বিতরণ টাঙ্গাইলে ঘারিন্দা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল আঞ্চলিক সংবাদপত্র পরিষদ টাঙ্গাইল জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইলে সাপ্তাহিক সমাজচিত্র পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ

সখিপুরে বনের জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ

  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১২০ বার দেখা হয়েছে।
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 32768;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 34;

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের সখিপুরে নলুয়া বিটের আওতাধীন বোয়ালী গ্রামে অবৈধভাবে সরকারী বনের জায়গা দখল করে বসত বাড়ি নির্মাণ করছে একটি চক্র এমন অভিযোগ ওঠেছে। সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা মিলে। এ বিষয়ে নলুয়া বিট কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েও কোন প্রতিকার মিলছেনা বলে দাবি করেছেন অভিযোগকারী। কোন প্রকার বাধা প্রধান না করে নামে মাত্র মামলা দিয়ে দায় এড়াচ্ছেন বিট কর্মকর্তা একে এম সাফের উজ্জামান এমন অভিযোগ স্থানীয়দের।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার বোয়ালী মৌজায় ৮৪১ দাগে ১ একর জায়গা জোবর দখল করে রাতের আধারে অবৈধভাবে ঘর নির্মাণ করছে বোয়ালী গ্রামের মৃত রাইজ উদ্দিনের ছেলে মো. শফি মিয়া (৪৮)। একই গ্রামে মৃত ইন্তাজ আলীর ছেলে আবুবক্কর, আব্বাছ আলী,শামছুল হক ও এরশাদ আলী মিলে ২ একর বনের জায়গায় অবৈধভাবে ঘর নির্মাণ করছে। স্থানীয়রা সরকারী জায়গায় ঘর তোলার বাঁধা দিলে তাদের উপর আক্রমন করে মারপিট করা হয়। পরে স্থানীয় আলফাজ আলী মমিন বাদী হয়ে জেলা প্রশাসক ও নলুয়া বিট কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন।
আলফাজ আলী মমিন বলেন, বোয়ালী মৌজায় বনের জায়গা একসময় আওয়ামী লীগের নেতারা ম্যানেজ করতো এখন বিএনপির লোকজন বিট কর্মকর্তাকে ম্যানেজ করে বনের জায়গা দখলে মেতে উঠেছেন। গত ৫ আগস্টের পর থেকে ৩ একর জায়গা জোবর-দখল হয়েছে। তাদের ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পায়না। প্রতিবাদ করলে মিথ্যা মামলাসহ মারপিটের ভয় দেখায়।
স্থানীয়, মো. বাদশা মিয়া, আব্দুর রশিদ সিকদার ,নাছির উদ্দিন, কেফাতুল্যাসহ একাধিক ব্যক্তি জানায়,বোয়ালি মৌজায় বনের জায়গা দখল করে ইতোপুর্বেও দুইটি বাড়ি একটি দোকান নির্মাণ করেছে শফিকুল ইসলাম শফি গংরা। লাঠিয়াল হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলে না। এছাড়াও বন কর্মকর্তাদের জানালে তারা কোন ব্যবস্থা নেয় না। কেন ব্যবস্থা নেওয়া হয়না জানতে চাইলে তারা বলেন, বোয়ালি গ্রামে কিছু দালাল আছে তাদের মাধ্যমে বিট অফিসারকে ঘুষ দেওয়া হয়। টাকা নেওয়ার পর ওই বন কর্মকর্তারা ঘর তোলার সময় কোন প্রকার বাধা প্রদান করেন না। নামে মাত্র লোক দেখানো মামলা দেয়।
নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানায় বিট অফিসার গার্ড দুদু মিয়াকে দিয়ে টাকা তুলেন। একারণে বনের জায়গা দখল করে বাড়ি-ঘর,মুরগির ফার্ম ও দোকান ঘর নির্মাণ করেও বন খেকোরা পার পেয়ে যায়।
নলুয়া বিট অফিসের গার্ড মো. দুদু মিয়াকে মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেন নি।
এ বিষয়ে নলুয়া বিট অফিসের বিট কর্মকর্তা একে এম সাফের উজ্জামান জানান, আমাদের অফিসে মাত্র চারজন লোক রয়েছে। এতো কম সংখ্যেক লোকবল নিয়ে দখলকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করা ঝুকিপুর্ণ,তারপও তাদের নামে মামলা দ্বায়ের করেছি। গার্ড দুদুর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন গার্ড দুদু মিয়াকে বদলীর জন্য উর্ধবতন কর্মকর্তার নিকট সুপারিশ করেছি।
বাঁশতৈল বন বিভাগের রেঞ্জার মো. শাহীনুর রহমান মুঠোফোনে জানান, নলুয়া বিট কর্মকর্তা(ফরেষ্টার) লোকজন নিয়ে বাধা প্রদান করেছিলো। জোর পুর্বক ঘর তোলায় তাদের নামে মামলা দ্বায়ের করা হয়েছে।

 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme