সংবাদ শিরোনাম:
বাবা-মায়ের সঙ্গে মামার বাড়ি যাওয়া হলোনা সাফওয়ানের কালিহাতীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ২ আহত অন্তত ১০ মধুপুরবাসীর সেই কাঙ্খিত “আলোকিত মধুপুর” বাস সার্ভিসের উদ্বোধন সিরাজগঞ্জে ছাত্র-জনতার মিছিলে হামলা: সাবেক এমপি আজিজের ৩ দনিরে রিমান্ড রাজপাহাড়’—স্নেহ ও সখের প্রতীক এক বিশাল গরু কালবেলার কালিয়াকৈর প্রতিনিধি মনিরুজ্জামান নিখোঁজ থানায় জিডি ডাকাত আতঙ্কে মসজিদে মসজিদে মাইকিং,পাড়া ও মহল্লায় সতর্ক অবস্থে এলাকাবাসী পারিপার্শ্বিকের কারণে, পড়াশুনার কারণে, দারিদ্রতার কারণে এবং  রিলেশনশিপের কারণেও অনেকেই জীবন ত্যাগ করছে : উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ টাঙ্গাইলের ঘাটাইলে মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের সমন্বয়ে সেমিনার অনুষ্ঠিত ঈদ উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নিরাপত্তা ও যানজট নিরসনে সমন্বয় সভা

সখীপুরে বিএনপি-কৃষক শ্রমিক জনতা লীগের সংঘর্ষ

  • আপডেট : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১২৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে কৃষক শ্রমিক জনতা লীগ ও বিএনপির নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পৌরশহরের তালতলা চত্বরে কৃষক শ্রমিক জনতা লীগের বিক্ষোভ মিছিল-সমাবেশ প্রতিহত করেন বিএনপির নেতা–কর্মীরা। এ ঘটনায় ইট–পাটকেল নিক্ষেপ ও হাতাহাতিতে ছাত্রদলের এক কর্মী আহত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত শনিবার কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় দলটির সভাপতি কাদের সিদ্দিকী (বীর উত্তম) আওয়ামী লীগের অপকর্মের সঙ্গে তুলনা করে বিএনপির বিরুদ্ধে বক্তব্য দেন। এই বক্তব্যের প্রতিবাদে সেদিন রাতেই বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

সোমবার বেলা ১১টার দিকে কাদের সিদ্দিকীর বিরুদ্ধে বিএনপির অশালীন বক্তব্যের প্রতিবাদে স্থানীয় তালতলা চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয় কৃষক শ্রমিক জনতা লীগ। কিন্তু বিএনপির নেতা–কর্মীরা ওই চত্বরটি দখলে নেন। বেলা ১১টার দিকে কৃষক শ্রমিক জনতা লীগের নেতা–কর্মীরা মিছিল নিয়ে আসার চেষ্টা করলে বিএনপির নেতা–কর্মীরা ধাওয়া দিলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা বাধা দেন।

এ সময় দুপক্ষের মধ্যে ইট–পাটকেল নিক্ষেপ ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে নাঈম শিকদার নামের এক ছাত্রদল কর্মী আহত হন।

বিএনপি ধাওয়া দিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের নেতা–কর্মীদের হাসপাতাল গেট পর্যন্ত নিয়ে যায়। পরে কৃষক শ্রমিক জনতা লীগের নেতা–কর্মীরা কাদের সিদ্দিকীর বাসভবনে প্রতিবাদ সমাবেশ করেন।

স্থানীয় উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব বলেন, ‘আমাদের প্রতিবাদ মিছিলে বিএনপির নেতা–কর্মীরা পরিকল্পিতভাবে হামলা করেছে। আমরা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই।থ

উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সাজু বলেন, ‘পুলিশের বাধা উপেক্ষা করে কৃষক শ্রমিক জনতা লীগের নেতা–কর্মীরা লাঠির মাথায় গামছা বেঁধে তালতলা চত্বরে বিএনপির পূর্বঘোষিত সমাবেশের দিকে আসছিল। তাদের ছোড়া ইট–পাটকেলে আমাদের ছাত্রদলের একজন কর্মী আহত হয়েছে।থ

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, ‘দুটি পক্ষ একই স্থানের সমবেত হওয়ার চেষ্টা করেছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা উভয় পক্ষকে দুই দিকে সরিয়ে দিয়েছি। তারপরও ইট–পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। সকাল থেকে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।থ

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme