প্রতিদিন প্রতিবেদক,ধনবাড়ী: টাংগাইলে ধনবাড়ী উপজেলার ধনবাড়ী পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত নারী শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান সাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুল এ শিক্ষায় গুনগত মান উন্নয়নের লক্ষ্যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ) সকাল ১০ টায় বিদ্যালয়ের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিনিয়র শিক্ষক মোঃ সোহরাব আলী এর সঞ্চালনায় সাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুল এর (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ গোলাম রব্বানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াব আলী খুদা বকশ ধনবাড়ী ওয়াকফ এস্টেট নবাব মঞ্জিল মুতাওয়াল্লী আফিফ উদ্দিন আহমাদ, ধনবাড়ী উপজেলা বিএনপি সভাপতি এম.আজিজুর রহমান, ধনবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ বাবুল হাছান , ধনবাড়ী পৌর বিএনপি সভাপতি এস.এম.এ ছোবহান, ধনবাড়ী উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জাহেদুল ইসলাম মহাব্বত, সাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুল এর অভিভাবক সদস্য জাহিদুল ইসলাম মিলটন, ধনবাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুবকর সিদ্দিক লেবুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গে উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান সূচনা হয়। পরে অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ এবং ডিসপ্লেতে উপভোগ করেন প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথি, অভিভাবক, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিসহ বিপুলসংখ্যক দর্শক।
শিক্ষার্থীরা বলেন, অন্যান্য বছরের ন্যায় এবারের ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপিত হয়েছে। স্কুলের গৌরবজনক ইতিহাসে নতুনমাত্রা সংযোজন করতে সক্ষম হয়েছে। স্কুলের বিশাল মাঠ সাজানো হয়েছিল সুন্দরভাবে। খেলাধুলার পাশাপাশি বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান দর্শকদের আনন্দে ভিন্নমাত্রা যোগ করেছে।