সংবাদ শিরোনাম:
মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ কচু পাতার পানি না-বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় টাঙ্গাইলে জামায়াতের মিছিল টাঙ্গাইলে হত্যা মামলায় যুবক গ্রেপ্তার টাঙ্গাইলে লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ; স্থানীয়দের উদ্বেগ, গুরুত্ব নেই প্রশাসনের টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর

নাগরপুরে বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ

  • আপডেট : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৮২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর : টাঙ্গাইলের নাগরপুরে পূর্ব বিরোধের জেরে বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার ভারড়া ইউনিয়নের শাহজানী এলাকার সাকিনস্থ বাজার সংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে। পরবর্তীতে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। এতে আহত বীর মুক্তিযোদ্ধা এম এ মতিন ছামি (৭২) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিজে বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা ছামি দুপুরে বাজারে যাওয়ার সময় বিবাদী মো. আব্দুর রহমান মোল্লা, মো. আব্দুর সাত্তার,নাছির উদ্দিন ও আ. কাদের সংঘবদ্ধ হয়ে হামলা চালায়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে প্রেরণ করা হয়। এছাড়াও নগদ টাকা লুট ও খুনের হুমকি প্রদান করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। 

বীর মুক্তিযোদ্ধা এম এ মতিন ছামি বলেন, হামলাকারীরা মাদক ব্যবসায়ী হওয়ায় তাদের বাধা দিলে গত ১৭ জানুয়ারি আমার ছেলেকে মারধর করেন সে এখন ঢাকায় চিকিৎসারত অবস্থায় আছে। তার সূত্র ধরে আমাকে গত রবিবার দুপুরে শাহজানি কাঁচাবাজার পাকা রাস্তায় পৌছালে বাঁশের লাঠি, লোহার রড দিয়ে ৪ জন এসে অতর্কিত হামলা করে। এতে আহত বীর মুক্তিযোদ্ধা এম এ মতিন ছামি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিজে বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme