সংবাদ শিরোনাম:
অর্থ লুটের ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তিন কর্মকর্তা বরখাস্ত নাগরপুরে ভুয়া ডাক্তারকে এক লাখ টাকা জরিমানা ছিলিমপুর ইউনিয়নে ফরহাদ ইকবালের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ মধুপুরে কৃষিপণ্য প্রদর্শনী ও তিনদিন ব্যাপি কৃষিমেলার উদ্বোধন গোপালপুরে পাঁচ পা নিয়ে জন্ম নিল গরুর বাছুর নাগরপুরে রাস্তা নির্মাণে জমি-শ্রম সবই দিলো জনগণ, পাশে ইসলামী ছাত্রশিবির সখীপুরে ইউক্যালিপটাস ও আকাশমণির ৫৩ হাজার চারা ধ্বংস! ধনবাড়ীতে জাতীয় ফল মেলা ২০২৫ উপলক্ষে দেশী ফল প্রদর্শনী গোপালপুরে জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে খাবার বিতরণ টাঙ্গাইলে ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক

  • আপডেট : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৯ বার দেখা হয়েছে।

মো.সোহেল রানা: টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার ঘোষিত অ্যাডহক কমিটিকে ‘বিতর্কিত’ উল্লেখ করে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে খেলোয়াড় ও সংগঠকরা। এ সময় অবিলম্বে বিতর্কিত কমিটি বাতিল করে টাঙ্গাইলের ক্রীড়া সংশ্লিষ্টদের অন্তর্ভুক্ত করে নতুন কমিটি ঘোষণার দাবি জানান তারা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে টাঙ্গাইল জেলার সম্মেলিত খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকের ব্যানারে এ আয়োজন করা হয়।

এতে বক্তব্য দেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও টাঙ্গাইল জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, টাঙ্গাইল থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি হাদিউজ্জামান সোহেল প্রমূখ। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সপন, সিনিয়র আম্পায়ার আমিনুর রহমান আমিন, রেফারি জামিল, রুবায়েল, স্পোটর্স এনালাইসিস্ট রাজিব হাসান রানা, ব্যাটমিন্টন কোচ শাকিলসহ খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকবৃন্দ।

বক্তারা বলেন, এই কমিটিতে এমনও ব্যাক্তি আছে যারা ঢাকাতে চাকুরি করে, যারা ২০-২৫ বছর যাবত টাঙ্গাইলের ক্রীড়াঙ্গনের সাথে জড়িত না-এমন ব্যক্তিদের নিয়ে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। আবারও ফ্যাসিবাদী কায়দায় একটি গোষ্ঠী প্রভাব খাটিয়ে ঢাকা থেকে এ কমিটি নিয়ে এসেছে। শিগগিরই কমিটি বাতিল করে টাঙ্গাইল ক্রীড়া সংশ্লিষ্টদের অন্তর্ভুক্ত করে কমিটি ঘোষণা করতে হবে। অন্যথায় এ আন্দোলন চলমান রাখার ঘোষণা দেন তারা।

টাঙ্গাইলের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও টাঙ্গাইল জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু বলেন, আমরা তাদেরকে বলব, ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়দের সঙ্গে খেলতে আসবেন না। এ কমিটি বাতিল না হলে আন্দোলন চলমান থাকবে। টাঙ্গাইলের ক্রীড়াঙ্গনের লোকদের নিয়ে ক্রীড়া সংস্থার কমিটি করতে হবে। অবিলম্বে এ কমিটি বাতিল করতে হবে।

টাঙ্গাইল থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি হাদিউজ্জামান সোহেল বলেন, এ বিতর্কিত অ্যাডহক কমিটি নতুন আওয়ামী ফ্যাসিবাদের অংশ। এ কমিটি বাতিল করে যোগ্যদের নিয়ে কমিটি গঠন করা হোক। এ সময় জেলার বিভিন্ন ক্লাবের সাবেক ও বর্তমান খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।

এর আগে, গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্ম সচিব) মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জেলা ক্রীড়া সংস্থার ৯ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে পদাধিকারবলে জেলা প্রশাসককে আহ্বায়ক ও জেলা ক্রীড়া অফিসারকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন-মো. আব্বাস আলী সরকার, সাজ্জাদ কাদির, মো. সুলাইমান, মোহাম্মদ ইসলাম খান, বেগম কামরুন্নাহার খান,আবদুল্লাহ আল মামুন ও সৈয়দ আবিদ হুসাইন সামি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme