প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের মধুপুরে যুবসমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মধুপুর উপজেলা শাখা। শনিবার (৮ জানুয়ারি) দুপুরে মধুপুর অডিটরিয়ামে অনুষ্ঠিত যুব সমাবেশে মধুপুরের একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নের শতাধিক যুবক অংশ নেয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের মধুপুর উপজেলার আমীর অধ্যাপক আব্দুল কাদির।
এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের টাঙ্গাইল জেলা শাখার আমীর আহসান হাবীব মাসুদ। প্রধান আলোচক ছিলেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মো. মোন্তাজ আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা হুমায়ুন কবীর, যুব বিষয়ক সম্পাদক বোরহানুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক আহসান হাবিবুল্লাহ দেলোয়ার, শুরা সদস্য অধ্যাপক ড. মোজাম্মেল হোসাইন, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক রিজোয়ানুল্লাহ খান রিদুয়ান, জেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, উপজেলা যুব বিভাগের সাধারণ সম্পাদক মোল্লা মামুন আজাদ প্রমূখ। সমাবেশে জেলা আমীর আহসান হাবীব মাসুদ বলেন, পরিকল্পিতভাবে দেশে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। ঘোলা পানিতে মাছ শিকারের জন্য শয়তানেরা ওত পেতে আছে। শয়তানের প্রেতাত্মারা শয়তানের প্রতিটি কোয়ালিটি অর্জন করে বাংলাদেশ শাসন করেছে। তারা যে পরিমান অত্যাচার নির্যাতন করেছে বর্তমান পরিস্থিতে তাদের বাড়ি থাকার কথা নয়। তাদের বাড়ি থেকে ধরে এনে এনে প্রতিশোধ নেওয়ার কথা। কিন্ত আমরা প্রতিশোধ পরায়ন নই। আমরা ক্ষমা করতে জানি।
তিনি আরো বলেন, আগামী দিনে মানুষের ভালোবাসা অর্জনের মধ্যদিয়ে ভোটের মাধ্যমে জামায়াত ইসলামী ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশের প্রতিটি যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। দেশের সকল প্রকার দুর্নীতি দূর করা হবে। প্রতিটি কাজের হিসাব ভাউচারের মাধ্যমে জনগণকে দেওয়া হবে। এজন্য প্রতিটি কর্মী সমর্থককে ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে সমর্থন আদায়ের মাধ্যমে বিজয় অর্জন করতে হবে।