প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের মধুপুরে সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস)-এর ‘পুষ্টি সচেতনতা ও শিখন’ বিষয়ক মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার গারোবাজারে পাবলিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন।
এসএসএস-এর নির্বাহী পরিচালক আব্দুল হামিদ ভূইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলার কৃষিবিদ ও বৈজ্ঞানিক কর্মকর্তা পবিত্র সূত্রধর, এবং সুনামগঞ্জ (গারোবাজার) পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোলায়মান সেলিম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর উপ-মহাব্যবস্থাপক (কার্যক্রম) হাবিবুর রহমান, এসএসএস-এর সিনিয়র পরিচালক (ঋণ) সন্তোষ চন্দ্র পাল।
মেলা সার্বিকভাবে পরিচালনা করেন আরএমটিপি-এর ফোকাল পার্সন ও সিনিয়র কর্মসূচি ব্যবস্থাপক (কৃষি) জনাব প্রদীপ কুমার সরকার।
অনুষ্ঠান শেষে পুষ্টি বিষয়ক কুইজ প্রতিযোগিতা, নাটিকা, নৃত্য ও বাউল সংগীত পরিবেশনের আয়োজন ও কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এর আগে সকালে সুনামগঞ্জ পাবলিক উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও আরএমটিপি-এর উপকারভোগীর অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি করা হয়। মেলায় ১১টি স্টল অংশ গ্রহণ করে এবং ১৪ জন উদ্যেক্তাকে ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে এসএসএস-এর বিভিন্ন বিভাগ, কর্মসূচি ও প্রকল্পের কর্মকর্তা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসএসএস নানামুখী প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। ১ ফেব্রুয়ারি ২০২২ থেকে এসএসএস-এর গ্রামীণ ক্ষুদ্র-উদ্যোগ ট্রান্সফরমেশন প্রকল্প (আরএমটিপি) টি ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলার চারটি উপজেলা–মধুপুর, ঘাটাইল, ফুলবাড়িয়া ও ভালুকায় বাস্তবায়িত হচ্ছে। বর্ণিত প্রকল্প পিকেএসএফ ও এসএসএস-এর যৌথ অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি মূলত উচ্চমূল্যের বিদেশি ফল, যেমন: এমডি-২ জাতের বিশেষ আনারস (ফিলিপাইন), জি-৯ কলা, রাম্বুটান, অ্যাভোকাডো, কফি, লেবুজাতীয় ফল, বারোমাসি কাঁঠাল প্রভৃতি চাষ, হলুদ মাল্টা ও বিষমুক্ত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মকা- বাস্তবায়নে সম্পৃক্ত। এছাড়াও প্রকল্প হতে আর্থিক ও কারিগরি সেবা প্রদান, প্রশিক্ষণ, কর্মশালা ও মাঠ দিবসের আয়োজন ইত্যাদি কার্যক্রম সম্পাদিত হচ্ছে।