প্রতিদিন প্রতিবেদক,ধনবাড়ী: “দেশী ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” এই প্রতিপাদ্য কে সামনে রেখে টাঙ্গাইল এর ধনবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে জাতীয় ফল মেলা -২০২৫ উপলক্ষে দেশী ফল প্রদর্শনী হয়েছে । মঙ্গলবার (০৮ জুলাই) সকালে ধনবাড়ী উপজেলা পরিষদের হলরুমে জাতীয় ফল মেলা -২০২৫ উপলক্ষে দিনব্যাপী এই দেশী ফল প্রদর্শনীর উদ্ভোদন করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ।
জাতীয় ফল মেলা উদযাপন উপলক্ষে ধনবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান বলেন ,” আমাদের বাড়ির আশেপাশে খালি জায়গায় বিভিন্ন রকমের ফলের চারা রোপণ করে এক দুই বছর পর থেকেই ফল খেতে পারি। একটু অলসতা পরিহার করে ফলের গাছ রোপণ করতে পারলেই বাজার থেকে বেশি মূল্যে ফল ক্রয় পরিহার করা সম্ভব। পরিবারের চাহিদা মিটিয়ে আত্মীয় স্বজনদেরও ফল খাওয়ানো সাথে সাথে বিক্রিও করা সম্ভব। আমাদের নিজেদের পুষ্টির যোগান বাড়ির আঙ্গিনায় রোপনকৃত বিভিন্ন রকমের ফলের মাধ্যমে মেটানো সম্ভব। তাই বেশি বেশি দেশী ফলের গাছ লাগাই আর বেশি বেশি ফল খাই “।