প্রতিদিন প্রতিবেদক : আগামীকাল টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর হিসেবে আশা আক্তারকে দেখতে চায় সাধারণ জনগণ।
এলাকাবাসী জানায়, আমরা চাই একজন ভালো মানুষ। যে আমাদের অনেক সমস্যা নিজের মনে করে কাজ করবে। বর্তমান চশমা প্রতীকে আশা আক্তার অনেক ভালো মানুষ। তাকে আমরা ভালো করেই চিনি। তাকেই ভোট দিয়ে আগামীতে নির্বাচিত করবো।
বেড়াডোমা এলাকার আজমিরী স্রীতা বলেন, আশা আপা একজন সৎ, শিক্ষিত তাই আমরা তাকে ভোট দিবো ।
দিঘুলিয়া এলাকার নতুন ভোটার সোনিয়া আক্তার জানান, আশা আপা আমাদের গরীব অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন করুনার মাঝে তিনি সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন তাই আমরা তাকে ভোট দিয়ে জয় যুক্ত করবো ।
এ বিষয়ে আশা আক্তার জানান, আমি যদি কাউন্সিলর হতে পারি তাহলে ওয়ার্ডবাসীর অতীতে যেমন তাদের কাছে যেতাম সব সময় পাশে থাকতাম ঠিক তেমনভাবে আগামী দিনেও পাশে থাকবো। তাই আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ আমার প্রতীক চশমা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন।