ইমরুল হাসান বাবু: টাঙ্গাইল সদর উপজেলার বানিজ্যিক এলাকা করটিয়া ইউনিয়নে ৫০০ কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে করটিয়া ইউনিয়নের সোসাইবাড়ী কুমুল্লি,কুমুল্লি খানপাড়া ও এইচ এম স্কুল এন্ড কলেজ মাঠে কর্মসুচীর চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গা্ইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক শাহজাহান আনছারী, করটিয়া ইউপি চেয়ারম্যান খালেকুজ্জামান চৌধুরী মজনু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম মমিনুল হক প্রমুখ।
স্থানীয় ইউপি চেয়ারম্যান খালেকুজ্জান চৌধুরী মজনু বলেন, ইতোপুর্বেও ২০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি।করোনা পরিস্থিতে এ ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।