প্রতিদিন প্রতিবেদক: করোনাভা্ইরাস সংক্রমণের কারণে কম সাজা পাওয়া ৪ জন বন্ধীকে টাঙ্গাইল জেলা কারাগার থেকে মুক্তি দিয়েছে সরকার। শনিবার (০২ মে) ছয় থেকে এক বছর মেয়াদী সাজাপ্রাপ্ত চার বন্ধীকে মুক্তি দেওয়া হয়।
টাঙ্গাইল জেল সুপার আমান উল্লাহ জানান, দেশে করোনাভাইরাসের কারণে অপেক্ষাকৃত লঘু অপরাধে কম সাজা পাওয়া বন্দীদের সরকারি সিদ্ধান্ত মোতাবেক প্রতিটি জেলাতেই মুক্তি দেয়ার সিদ্ধান্ত হয়।
সেই সিদ্ধান্ত মোতাবেক ঢাকা বিভাগে মোট ২৯ জনকে মুক্তি দেয়া হবে। তারই অংশ হিসেবে টাঙ্গাইল জেলা কারাগার থেকে চারজনকে মুক্তি দেয়া হয়েছে। তার মধ্যে দুপুরে তিনজন মুক্তি পেয়ে চলে গেছে। বাকি একজনের ২০ হাজার টাকা জরিমানা হয়েছিল। সেই জরিমানার টাকা দিয়ে বিকেলে সে চলে যাবে বলে জানাযায়। তারা সবাই চুরি ও মাদক মামলার আসামী ছিল।