প্রতিদিন প্রতিবেদক: করোনায় আক্রান্ত হয়ে টাঙ্গাইলের সাবেক জেলা প্রশাসক ও সাবেক সচিব বজলুল করিম চৌধুরী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজিউন)। রোববার (৩১ মে) সকাল ১১টার দিকে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এদিকে তার স্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
এর আগে ২২ মে থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন৷ অবস্থার অবনতি হলে ২৩ মে তাকে আইসিইউ তে নেওয়া হয়। ৩১ মে তার শারীরিক অবস্থার অবনতি হলে ভেন্টিলেটর দেয়া হয়। রোববার সকাল ১১টায় তিনি মারা যান।
তার মৃত্যুতে টাঙ্গাইলের বর্তমান জেলা প্রশাসক (ডিসি) মো. শহীদুল ইসলাম ও টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহম্মেদ সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেছেন।
টাঙ্গাইলের বর্তমান জেলা প্রশাসক শোক বার্তায় জানান, ৮৫ ব্যাচের বিসিএস ক্যাডারের কর্মকর্তা ছিলেন তিনি। বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোশিয়েশনের টাঙ্গাইল শাখার কর্মকর্তারাও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।