মনির হোসেন কালিহাতী : কালিহাতীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৮০ লক্ষ টাকা মূল্যের দুটি এক্সেভেটর বেকু জ্বালিয়ে ধ্বংস করা হয়েছে।
বুধবার দুপুরে ইউএনও শামীম আরা নিপার নেতৃত্বে কালিহাতী উপজেলার এলেঙ্গা লৌহজং নদীর বাঁশি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ধ্বংস করেন।
উপজেলা ইউএনও শামীম আরা নীপা জানান, সরকার ও জনগণের স্বার্থ রক্ষার্থে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে দুটি এক্সেভেটর বেকু ধ্বংস করা হয়েছে এবং অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।