প্রতিদিন প্রতিবেদক কালিহাতী: কালিহাতীতে ২০৮ বোতল ফেন্সিডিলসহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ মার্চ) রাত ১ টায় উপজেলার কুরশাবেনু এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের কুরশাবেনু গ্রামের হামিদ শেখের স্ত্রী নাছিমা বেগম (৫৫)।
কালিহাতী থানার এসআই মনিরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুরশাবেনু এলাকায় অভিযান চালিয়ে নাছিমা বেগম নামের এক ফেন্সিডিল ব্যবসায়ীকে ২০৮ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়। এসময় অন্যজন দৌঁড়ে পালিয়ে যায়।
নাছিমা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে। জানাযায়, নাছিমা দীর্ঘদিন ধরে ফেন্সিডিলের ব্যবসা করে আসছিল।