সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন কালিহাতীতে যুবকের মরদেহ উদ্ধার টাঙ্গাইলে ছেলের ছুরিকাঘাটে বাবা মৃত্যু, ছেলে আটক পাপ ও অশান্তি সৃষ্টিকারী অভ্যাস থেকে দূরে থাকা জরুরি বাসাইলের নাগাসিমে একশ’ মেঘাওয়াট সৌরবিদ্যুত কেন্দ্র স্থাপনের অনুমোদন গোপালপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত দ্বাদশ নির্বাচনে বিদেশী কোন চাপ নেই – ইসি মো: আলমগীর টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে সখীপুর উপজেলা আ.লীগ সভাপতির গাড়িতে ছাত্রলীগের হামলার অভিযোগ স্ত্রীর পরকীয়ায় স্বামীর আত্মহত্যা ভূঞাপুরে সোনালী ব্যাংকের আত্মসাত করা টাকা ফেরত দেয়ার দাবীতে মানববন্ধন
কালিহাতীতে শিশু ধর্ষণ চেষ্টার আসামী দেড় মাসেও গ্রেফতার হয়নি।। আতংকে পরিবার

কালিহাতীতে শিশু ধর্ষণ চেষ্টার আসামী দেড় মাসেও গ্রেফতার হয়নি।। আতংকে পরিবার

প্রতিদিন প্রতিবেদক কালিহাতী : কালিহাতীতে সংখ্যালঘু শিশু ধর্ষণ চেষ্টার আসামী রাসেল মিয়াকে দেড় মাসেও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

ওই শিশুটি উপজেলার নারান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। এদিকে দেড় মাসেও আসামী গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিশুটির পরিবারের সদস্যরা। মামলা করে রয়েছেন আতংকে।

জানা যায়, বখাটে রাসেল মিয়া (২৫) একই গ্রামের ফরমান আলীর ছেলে। শিশুটি গত ২৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকালে বাড়ির থেকে বের হলে বখাটে রাসেল জোর করে পাশের জঙ্গলে নিয়ে যায়। ধর্ষণের উদ্দেশ্যে ছাত্রীর জামা পায়জামা ছিঁড়ে ফেলে।

ধর্ষণে ব্যর্থ হয়ে ছাত্রীটির শরীরের বিভিন্নস্থানে কামড়ে দেয়। এসময় মেয়েটির চিৎকার দিলে রাসেল পালিয়ে যায়।

বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। অন্যদিকে স্থানীয়ভাবে ধামাচাপা দেওয়ার প্রক্রিয়াও রয়েছে।

এলাকাবাসী জানান, বখাটে রাসেল প্রায়ই ওই স্কুল ছাত্রীসহ আরো মেয়েদের উত্যক্ত করেছে। তারা রাসেলের উপযুক্ত শাস্তি দাবি করেছেন।

নারান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আলো রানী দাশ জানান, দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। যাতে এরকম ঘটনা ঘটাতে আর কেউ সাহস না পায়।

স্কুল ছাত্রীর পিতা কান্নাবিজড়িত কন্ঠে জানান, আমরা গরীর নীরিহ মানুষ। আমার মেয়ের সাথে এই ঘটনাকারীর বিচার চাই। মামলা করায় আমাদের উপর বিভিন্নভাবে চাপও দেয়া হচ্ছে। আমরা আতংকে আছি।

মামলার তদন্তকারী কর্মকর্তা কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, স্কুল ছাত্রীর দাদা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আমরা বিষয়টি তদন্ত করছি। পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা করছি।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, অভিযুক্ত আসামী রাসেলকে গ্রেফতারের চেষ্টা চলছে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840