সংবাদ শিরোনাম:
নাগরপুরে বিএনপি নেতাদের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি সিন্ডিটেক সক্রিয়   এলেঙ্গায় চাদাবাজি ঘটনায় মুচলেখা দিয়ে ছাড়া পেলেন ৪ বিএনপি নেতা আনন্দ মোহন দে নির্দেশে ৪ আগস্ট ছাত্র-জনতার উপর গুলি করে আওয়ামী সন্ত্রাসীরা স্বৈরাচার বিদায় হয়েছে, প্রেতাত্মারা এখনো ঘোরাফেরা করছে……. তারেক রহমান  সাংবাদিককে হুমকির প্রতিবাদে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবীতে মানববন্ধন মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও অনিয়মের অভিযোগে গণশুনানি টাঙ্গাইলে ক্রিকেট খেলোয়ার কল্যাণ সমিতির আহব্বায়ক মানিক ও সদস্য সচিব মারুফ টাঙ্গাইলের মির্জাপুরে কৃষকদলের শান্তি সমাবেশ বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের তোপের মুখে টাঙ্গাইলের ইউএনও প্রত্যাহার ছাত্রলীগের ১৯ নেতাকর্মীকে ভাসানী বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার
ঘাটাইলে আ’লীগ নেতার নির্যাতনে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা

ঘাটাইলে আ’লীগ নেতার নির্যাতনে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা

হাফিজুর রহমান, ঘাটাইল: ঘাটাইলে মারধর অপমান ও মামলা তুলে নেওয়ার হুমকি সহ্য করতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছেন প্রবাসীর স্ত্রী। ঘটনাটি ঘটেছে উপজেলার দেওপাড়া ইউনিয়নের মালেঙ্গা গ্রামে। নিহত গৃহবধু জাহানারা (৪৫) বাহারাইন প্রবাসী আরফান আলীর স্ত্রী ।

নিহতের আত্মীয় ও স্থানীয়রা জানান, গত ২৫মে উপজেলার দেওপাড়া ইউনিয়নের মালেঙ্গা গ্রামের বাহারাইন প্রবাসী আরফান আলীর স্ত্রী ৪ সন্তানের জননী জাহানার বেগম (৪৫) একই গ্রামের খালেকের স্ত্রী হাওয়া বেগমের সাথে কথা কাটাকাটি হয়।

বিষয়টি নিয়ে ভাতিজা আজমত আলী (৪২) ক্ষিপ্ত হয়ে জাহানারা বেগমকে এলোপাথারি মারধর করে তার দুইহাত ও বামহাতের চারটি আঙ্গুল ভেঙ্গে দেয় এবং শরীরে বিভিন্ন অংশে রক্তাক্ত জখম করে।


পরে জাহানারা বেগম গ্রামের মাতাব্বরদের কাছে বিচার প্রার্থী হলেও কোন প্রতিকার না পেয়ে ২৭ মে সোমবার টাঙ্গাইল আদালতে একটি মামলা দায়ের করেন।

এতে ঐ ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আজমত আলী আরো ক্ষিপ্ত হয়ে জাহানারা বেগমকে মামলা তুলে নেওয়ার হুমকি দিয়ে নানা ভাবে চাপ প্রয়োগ করতে থাকে। এতে জাহানারা বেগম মাতাব্বরদের বিচারের অবহেলা ও আজমত আলী হুমকি সহ্য না পেরে গত ৩০ মে বৃহস্পতিবার বিষপান করে।

পরে মুমুর্ষ অবস্থায় প্রথমে ঘাটাইল হাসপাতাল এবং টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকার একটি ক্লিনিকে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে মারা যান জাহানারা বেগম।

আওয়ামী লীগ নেতা আজমত আলী ও তার সাঙ্গপাঙ্গরা বিষয়টি ধামাচাপা দিতে শুক্রবার গভীর রাতে জাহানারা বেগমের বাড়িতে শালিশী বৈঠকের আয়োজন করে। সেখানে মাতাব্বররা সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে লাশ দাফন না করে পুলিশকে খবর দিয়ে মর্গে পাঠিয়ে দেয়।

উল্লেখ্য যে, আজমত আলী দলের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন সময় ক্ষমতার অপব্যাবহার করে একই গ্রামের জাহাঙ্গীর, আক্তার ও আমান আলীর স্ত্রীকে বেআইনী ভাবে মারধর করে।

এ বিষয়ে দেওপাড়া ইউপি চেয়ারম্যান মাইন উদ্দিন তালুকদার (তারু) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আমি বিষয়টি নিয়ে থানায় কথা বলেছি অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নিতে।

ঘাটাইল থানার পুলিশের উপপরিদর্শক(এসআই) আব্দুল মান্নান জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840